মারেকে চমকে দিলেন নিশিকোরি

_91064160_035152142আটকানোই যাচ্ছিল না তাকে। জিতলেন উইম্বলডন শিরোপা, এর আগে অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল পর্যন্তও গিয়েছিলেন তিনি। সবচেয়ে বড় কথা রিও অলিম্পিক থেকে সোনা জিতে অনন্য এক কীর্তি গড়েছেন অ্যান্ডি মারে। সেই তিনি কিনা ইউএস ওপেনে কোয়ার্টার ফাইনালেই করলেন আত্মসমর্পণ! দ্বিতীয় বাছাই এই ব্রিটিশকে চমকে দিয়েছেন জাপানের কেই নিশিকোরি।

কিছুটা প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ থাকলেও হার মেনেছেন  ১-৬, ৬-৪, ৪-৬, ৬-১, ৭-৫ গেমে। এই জয় দিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো বড় কোনও টুর্নামেন্টের সেমিফাইনালে উঠলেন নিশিকোরি। প্রথম সেটে এগিয়ে ছিলেন কিন্তু মারেই। চেনা ছন্দে থাকা ব্রিটিশ তারকা উড়িয়ে দিয়েছিলেন ৬-১ গেমে। এর পর বৃষ্টি হানা দিলে ম্যাচ হয়ে যায় বন্ধ। এর পরই পাল্টে যায় ম্যাচের চিত্র। বৃষ্টিকেই তাই অনেকটা দায়ী করলেন মারে, ‍‘আসলে ছাদের নিচে সার্ভ করাটা ভিন্ন ব্যাপার। এর আগে শুরুর দিকে ভালোভাবে সার্ভ করেছি। কিন্তু (বৃষ্টি) পরিস্থিতি সব কিছুর গতি কমিয়ে দেয়। যার ফলে প্রতিপক্ষের ফিরে আসা সহজ হয়ে যায়।’

মারের জন্য বৃষ্টি যখন ‘অভিশাপ’ বিপরীতে নিশিকোরির জন্য তা হয়ে আসে আশীর্বাদ। এই চমকের পেছনে বৃষ্টিকে আশীর্বাদ হিসেবেই তো দেখছেন জাপানিজ তারকা, ‘শুরুটা ভালো না হলেও শেষটা দারুণ হয়েছে। বৃষ্টিতে দেরি হওয়ায় আমি নিজের কৌশল পরিবর্তন করতে পেরেছি।’

/এফআইআর/