উইম্বলডনে খেলবেন শারাপোভা, বিশ্বাস মারের

মারিয়া শারাপোভাডোপ পাপে নিষিদ্ধ হয়েছিলেন মারিয়া শারাপোভা। ১৫ মাস টেনিস কোর্টের বাইরে কাটিয়ে গত মাসে ফিরেছেন রাশিয়ান তারকা। ফিরলেও ফ্রেঞ্চ ওপেনে খেলতে পারবেন কিনা, সেটা নিয়ে সংশয় আছে যথেষ্ট। বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লামে শারাপোভা খেলা নিয়ে কোনও মন্তব্য না করলেও রাশিয়ান তারকাকে উইম্বলডনে ঠিকই দেখছেন অ্যান্ডি মারে। ব্রিটিশ তারকার বিশ্বাস লন্ডনের টুর্নামেন্টে ওয়াইল্ড কার্ড পাবেন শারাপোভা।

স্টুটগার্ট ওপেন দিয়ে টেনিস কোর্টে ফিরেছেন শারাপোভা। ফেরাটা মন্দ হয়নি তার, খেলেছেন সেমিফাইনাল পর্যন্ত। এই পারফরম্যান্সের পরও ফ্রেঞ্চ ওপেন নিশ্চিত করতে পারেননি তিনি। মেয়েদের র‌্যাংকিংয়ে ২৬২ নম্বরে থাকায় এখন ওয়াইল্ড কার্ডই তার একমাত্র ভরসা। সুযোগ পাবেন কিনা, সেটা জানতে পারবেন রাশিয়ান তারকা ১৬ মে ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন তাদের সিদ্ধান্ত জানালে। মারে অবশ্য শারাপোভার রোলাঁ গারোঁতে খেলা নিয়ে বলেননি কিছু। তার বিশ্বাস উইম্বলডনে দেখা যেতে পারে পাঁচটি গ্র্যান্ড স্লামের মালিককে।

লন্ডনে সাংবাদিকদের ব্রিটিশ তারকা বলেছেন, ‘আমার মনে হয় উইম্বলডনে ওয়াইল্ড কার্ড পাওয়ার ভালো সম্ভাবনা আছে তার। এই মুহূর্তে আমাদের দেখতে হবে ঠিক কী ঘটে, কারণ এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি তার ব্যাপারে।’ সঙ্গে যোগ করলেন, ‘হতে পারে মাদ্রিদ কিংবা রোম (ওপেন) শেষে মূল ড্রতেই থাকল সে। তাই আমার মতে ভালো সুযোগ আছে তার (উইম্বলডন খেলার)।’

রাশিয়ান তারকার উইম্বলডনের মূল ড্রতে জায়গা পেতে হলে করতে হবে একটি কাজ। মাদ্রিদ কিংবা রোমের টুর্নামেন্টের যে কোনও একটার সেমিফাইনাল পর্যন্ত যেতে পারলেই কাজ হয়ে যাবে শারাপোভার। বিবিসি

/কেআর/