মাদ্রিদ ওপেনের শিরোপা নাদালের

মাদ্রিদ ওপেনের শিরোপা নাদালের মাদ্রিদ ওপেন বলেই এতে দাপট দেখা যায় রাফায়েল নাদালের । তবে এবার প্রতিপক্ষ ডিমিনিক থিয়েম কিন্তু ছেড়ে কথা বলেনি। তাই ফাইনালে ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ! যদিও সেই ফাইনালে শেষ হাসি হেসেছেন রাফায়েল নাদাল। টানা পঞ্চমবারের মতো মাদ্রিদ ওপেনের শিরোপা জিতেছেন স্প্যানিয়ার্ড তারকা।

ফাইনালে প্রথম সেটে হাড্ডহাড্ডি লড়াইয়ে ছিল দুইজন। তুমুল উত্তেজনায় প্রথম সেট গড়ায় টাইব্রেকে। সেখানে এক ঘণ্টার লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পান নাদালই।  তবে দ্বিতীয় সেটে আর প্রতিরোধ দিতে পারেননি অস্ট্রিয়ান তারকা। তাই দুই সেটে হারটা ছিল ৭-৬ (১০-৮), ৬-৪ গেমে।

এই জয় অবশ্য র‌্যাংকিংয়েও প্রভাব ফেলবে নাদালের। রজার ফেদেরারকে সরিয়ে চার নম্বরে জায়গা পাবেন নাদাল। শুধু তাই নয় ফ্রেঞ্চ ওপেনের বাছাই নির্ধারণেও প্রভাব ফেলবে এই র‌্যাংকিং। ফ্রেঞ্চ ওপেন শুরু হবে ২২ মে।

সেমিতে জোকোভিচকে হারানো নাদাল এ নিয়ে এটিপি ওয়ার্ল্ড ট্যুর মাস্টার্স জিতলেন ৩০টি।  সর্বকালের রেকর্ডে সার্বিয়ান এই তারকার রেকর্ডেই ভাগ বসিয়েছেন ক্লে কোর্টের রাজা।  এনিয়ে টানা তিনটি শিরোপা জিতলেন।  বার্সেলোনা ওপেনের পর জিতলেন মন্তে কার্লো, এরপর মাদ্রিদ।  টানা এমন জয়ের ফলে ক্লে কোর্টে তার জয়ের রেকর্ড দাঁড়িয়েছে ১৫-০।  শেষ পর্যন্ত এই রেকর্ড কতদূর যাবে। তা বলে দেবে সময়!

/এফআইআর/