ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হালেপ-ওস্তাপেঙ্কো

হালেপ ও ওস্তাপেঙ্কোফ্রেঞ্চ ওপেনে মেয়েদের এককের লড়াই এবার আর তেমন আকর্ষণ করছে না। কারণ রেকর্ড গ্র্যান্ড স্লামজয়ী সেরেনা উইলিয়ামস ছিলেন না, খেলেননি ‘ডোপপাপী’ মারিয়া শারাপোভাও। কিন্তু চমক অপেক্ষা করেছে ফাইনাল পর্যন্ত। ১৯৮৩ সালের পর প্রথমবার কোনও অবাছাই খেলোয়াড় শিরোপা নির্ধারণী মঞ্চে। লাটভিয়ার জেলেনা ওস্তাপেঙ্কো গড়েছেন এ ইতিহাস।

৩৪ বছর আগে মিসি জাউসোভেচ অবাছাই খেলোয়াড় হয়ে রোঁলা গাঁরোর ফাইনালে উঠেছিলেন, হেরে যান ক্রিস এভার্টের কাছে। এবারের আসরের বিস্ময় ওস্তাপেঙ্কোর বিপক্ষে প্রথম গ্যান্ড স্লাম শিরোপার জন্য লড়বেন রোমানিয়ার সিমোনা হালেপ।  

ক্যারোলিনা প্লিসকোভার বিপক্ষে ৬-৪, ৩-৬, ৬-৩ গেমে জিতেছেন হালেপ। ফাইনাল জিতলে অ্যাঞ্জেলিক কারবারকে টপকে আগামী সপ্তাহে বিশ্বের এক নম্বর আসনটিও দখলে নেবেন তৃতীয় বাছাই এ তারকা।

নিজের ২০তম জন্মদিনে সুইজারল্যান্ডের টিমিয়া ব্যাকসিনজস্কিকে ৭-৬ (৭/৪), ৩-৬, ৬-৩ গেমে হারান ওস্তাপেঙ্কো। সূত্র- বিবিসি

/এফএইচএম/