উইম্বলডনে ফেদেরারের রেকর্ড জয়

জয়ের পর ফেদেরারের উচ্ছ্বাসগত বছর হাঁটুর চোটে ৬ মাস টেনিসকে ছুটি দিয়েছিলেন রজার ফেদেরার। আগের উইম্বলডনে মিলোস রাওনিচের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নেওয়ার পর বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনে রাজসিক প্রত্যাবর্তন হয়েছিল তার। জিতেছিলেন রেকর্ড ১৮তম গ্র্যান্ড স্লাম। এক বছর পর আবারও ফিরলেন উইম্বলডনের কোর্টে, যেখানে প্রথম ম্যাচ জিতে স্পর্শ করলেন অনন্য মাইলফলক।

অবশ্য প্রতিপক্ষের সঙ্গে পরীক্ষা পুরোপুরি দিতে হয়নি ফেদেরারকে। উইম্বলডনের মূল কোর্টে তার প্রতিপক্ষ আলেক্সান্দার দোলগোপোলোভ গোড়ালির ব্যথা নিয়ে সরে গেছেন। দ্বিতীয় সেট পুরোপুরি শেষও হয়নি তখন। ৬-৩, ৩-০ গেমে উইম্বলডনে টানা ১৫ বছর দ্বিতীয় রাউন্ডের দেখা পেলেন ফেদেরার। এ জয়ে উন্মুক্ত যুগে উইম্বলডনের ৮৫তম রেকর্ড জয় পেলেন তিনি।

জিমি কোনর্সকে টপকে প্রতিযোগিতায় সবচেয়ে বেশি জয়ের রেকর্ড এখন ফেদেরারের। পরের রাউন্ডে ডুসান লাজোভিচ কিংবা স্টেফানোস তিতসিপাসকে লড়বেন তিনি।

অল ইংল্যান্ড ক্লাবে এবার রেকর্ড অষ্টম শিরোপার জন্য লড়ছেন সুইস তারকা। বিবিসি, আইটিভি

/এফএইচএম/