মুলারের কাছে পাত্তাই পেলেন না নাদাল

মুলারের কাছে পাত্তাই পেলেন না নাদালআশা নিয়ে উইম্বলডন মিশনে নেমেছিলেন ক্লে কোর্টে রাজা রাফায়েল নাদাল। চেষ্টও করেছিলেন। প্রায় ৪ ঘণ্টার লড়াইয়ে প্রথম দুই সেট হেরে পরের দুই সেটে ঘুরেও দাঁড়িয়েছিলেন। কিন্তু লুক্সেমবার্গের তারকা জাইলস মুলারের কাছে পঞ্চম সেটে হেরে যান নাটকীয়তায়। ৪ ঘণ্টা ৪৭ মিনিটের দীর্ঘ লড়াইয়ে হেরেছেন ৬-৩, ৬-৪, ৩-৬, ৪-৬, ১৫-১৩ গেমে।শেষ আটে মুলারের প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার তারকা মারিন চিলিচ।

এই বছরে দুর্দান্ত ফর্মে থাকা নাদালকে, উইম্বলডন জেতার ফেভারিটই ভাবছিলেন সবাই। অস্ট্রেলিয়া ওপেনে রজার ফেদেরারের কাছে হেরেছিলেন। অবশ্য ফ্রেঞ্চ ওপেনেও জিতেছেন রেকর্ড দশমবার। তবে বার বার কব্জির চোটে ধাক্কা খেতে হয়েছে প্রতিবারই। সেই নাদালই এই ম্যাচ হেরে হতাশা প্রকাশ করেন এভাবেই, ‘এটা আমার সেরা ম্যাচ ছিল না। প্রতিপক্ষকে ধন্যবাদ। ও আসলে অসাধারণ খেলেছে। বিশেষ করে পঞ্চম সেটে। আমি কিন্তু শেষ বল পর্যন্ত চেষ্টা করেছি।’

আর ১৬ বছরের ক্যারিয়ারে এবারই উত্তুঙ্গ ফর্মে পৌঁছেছেন মুলার। শেষ পর্যন্ত নাদালকে হারিয়ে কোথায় গিয়ে দাঁড়ান সেটাই এখন দেখার।

 /এফআইআর/