লম্বা ছুটিতে জোকোভিচ!

djokovicবছরের শেষ গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট ইউএস ওপেনে যে খেলতে পারবেন না, তা জানা ছিল আগেই। কিন্তু ডান কনুইয়ের এমনই বেহাল দশা যে এ বছর আর খেলতেই পারবেন না নোভাক জোকোভিচ। ফেসবুক লাইভে অংশ নিয়ে দুঃসংবাদটা নিজেই দিয়েছেন সার্ব তারকা।

জোকোভিচের ডান কনুইয়ের যন্ত্রণা বহুদিন থেকে। সদ্য শেষ হওয়া উইম্বলডনেও যা সমস্যায় ফেলেছিল সাবেক এক নম্বর খেলোয়াড়কে। কোয়ার্টার ফাইনালের মাঝপথে সরে দাঁড়িয়েছিলেন চোটের কারণে। তখনই জানিয়েছিলেন, সুস্থ হতে বিশ্রামে যেতে চান তিনি। ডান কনুইয়ের এমনই অবস্থা যে প্রয়োজন লম্বা ছুটির। এরপর থেকে জোকোভিচকে নিয়ে চলছিল গুঞ্জন। শেষ পর্যন্ত লম্বা ছুটি নিয়েই ছিটকে গেলেন। নিজের মুখেই জানিয়েছেন , ‘চোটটা বেশ ভালোই। আমি সিদ্ধান্ত নিয়েছি, চলতি মৌসুমে আর কোনও টুর্নামেন্টেই অংশ নেব না।’

এক্ষেত্রে তিনি অনুসরণ করছেন রজার ফেদেরারকে। রেকর্ড ১৯ গ্ল্যান্ড স্লামের মালিক দীর্ঘ বিশ্রাম নিয়েছিলেন চোট থেকে সেরে উঠতে। জোকোভিচের মনেও তেমনই ভাবনা, ‘আমি যেসব বিশেষজ্ঞকে দেখিয়েছি, তারা সবাই একই কথা বলেছেন। তারা জানিয়েছেন, এই চোট সারতে লম্বা ছুটির প্রয়োজন। সেরে উঠতে প্রয়োজনে সব কিছুই করবো।’

১২টি গ্র্যান্ড স্লামের মালিক জোকোভিচ সবশেষ ইউএস ওপেনের শিরোপা জিতেছিলেন ২০১৫ সালে। ২০১১ সালেও ফ্লাশিং মিডোসে শিরোপা তুলে ধরেছিলেন তিনি। তবে এবার তিনি খেলোয়াড় নন, দর্শক!

/এফআইআর/এএআর/