চতুর্থ রাউন্ডে বিদায় শারাপোভার

দর্শকদের বিদায় জানাচ্ছেন শারাপোভাবিশ্বের দুই নম্বর র‌্যাংকিংধারী সিমোনা হালেপকে প্রথম রাউন্ডে বিদায় করেছিলেন মারিয়া শারাপোভা। ১৯ মাসে প্রথম গ্র্যান্ড স্লামে এমন শুরুর পর ইউএস ওপেনে তার দারুণ সফলতার আশায় ছিলেন ভক্তরা। কিন্তু বেশিদূর এগোতে পারলেন না রাশিয়ান তারকা। ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে আসা শারাপোভা থামলেন চতুর্থ রাউন্ডে।

লাটভিয়ার আনাস্তাসিয়া সেভাস্তোভার বিপক্ষে প্রথম সেট জিতেও পরের দুই সেটে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি শারাপোভা। ৫-৭, ৬-৪, ৬-২ গেমে হেরে কোয়ার্টার ফাইনালে খেলা হলো না তার। ২৭ বছরের সেভাস্তোভা কোয়ার্টার ফাইনালে খেলবেন স্লোন স্টেফেন্সকে, হুলিয়া জর্জেসকে হারান আমেরিকান তরুণী।

র‌্যাংকিংয়ের ১৪৬ নম্বরে থাকায় ওয়াইল্ড কার্ড নিয়ে মূল পর্বে খেলেছিলেন শারাপোভা। ২০০৬ সালের চ্যাম্পিয়ন একে একে হারান হালেপ, টিমি বাবোস ও সোফিয়া কেনিনকে। তাড়াতাড়ি ছিটকে গেলেও দারুণ একটি সপ্তাহ কাটানোর আত্মবিশ্বাস শারাপোভার, ‘গত সপ্তাহে সত্যিই দারুণ এক সময় কেটেছে। এখান থেকে আমি অনেক কিছু নিয়ে যাচ্ছি। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি গর্বিত।’

এদিন পেত্রা কেভিতোভা বিদায় করেছেন উইম্বলডনের চ্যাম্পিয়ন গারবিন মুগুরুসাকে। প্রথম সেটে ৪-১ এ পিছিয়ে থেকেও ৭-৬ (৭-৩), ৬-৩ গেমে স্প্যানিশকে হারান চেক ১৩তম বাছাই। শেষ আটে মঙ্গলবার তিনি লড়বেন ভেনাস উইলিয়ামসকে। বিবিসি