আন্তর্জাতিক জুনিয়র টেনিসের লোগো উন্মোচন

Tennisঢাকায় আগামী ৪ থেকে ১১ নভেম্বর বসতে যাচ্ছে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের আসর। এই প্রতিযোগিতার লোগো উন্মোচন হয়েছে শনিবার, রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে।

প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ইসলামী ব্যাংক এবং কো-স্পন্সর শাহজালাল ইসলামী ব্যাংক, মিল্ক ভিটা, বেস্ট ইলেকট্রনিক্স ও একমি প্রিমিয়াম ড্রিংকিং ওয়াটার।

লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট ডিরেক্টর মোহাম্মদ হাজী সেলিম, সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ, ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া প্রমুখ।

এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ সহ ২১টি দেশের ১৫৭ জন খেলোয়াড় অংশ নেবেন। অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের এই প্রতিযোগিতার বাছাই পর্ব হবে ৪ ও ৫ নভেম্বর। ৬ থেকে ১১ নভেম্বর মূল পর্ব। খেলা হবে বালক একক ও দ্বৈত এবং বালিকা একক ও দ্বৈতে।