আন্তর্জাতিক জুনিয়র টেনিসে দল বেড়ে ১৭টি

জুনিয়র টেনিসের সংবাদ সম্মেলনআগামী সোমবার ঢাকার রমনা টেনিস কমপ্লেক্সে শুরু হবে আন্তর্জাতিক জুনিয়র টেনিসের মূলপর্ব। চলবে ১১ নভেম্বর পর্যন্ত। এবার গত বছরের চেয়ে বেশি দল অংশগ্রহণ করবে।

এটি মূলত জুনিয়র র‌্যাংকিংয়ের গ্রুপ-৫ এর আসর। স্বাগতিক বাংলাদেশ সহ ১৭টি দেশের ৬৮ জন বালক ও ৩৮ জন বালিকা খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নেবে। গত বছর অংশ নিয়েছিল ১২টি দেশ।

প্রতিযোগিতার বাছাই পর্বের খেলা শুরু হবে রবিবার, চলবে সোমবার পর্যন্ত। বাছাই পর্ব থেকে ৬ জন খেলোয়াড় মূলপর্বে উঠবে।

বালক একক, বালক দ্বৈত, বালিকা একক ও বালিকা দ্বৈত ইভেন্টে লড়াই হবে। শনিবার সংবাদ সম্মেলনে ফেডারেশন কর্মকর্তারা ৩১তম আসর নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন। স্বাগতিক বাংলাদেশের লক্ষ্য সেমিফাইনাল।