অস্ট্রেলিয়ান ওপেনে অনিশ্চিত জোকোভিচ

নোভাক জোকোভিচচোট কাটিয়ে কোর্টে ফেরার অপেক্ষায় ছিলেন নোভাক জোকোভিচ। কিন্তু পুরনো চোট নতুন করে সমস্যা তৈরি করায় হলো না তা। যাতে অস্ট্রেলিয়ান ওপেনে খেলা নিয়েও তৈরি হয়েছে সংশয়।

আবুধাবিতে মৌসুমের প্রথম ম্যাচ খেলার কথা ছিল জোকোভিচের। প্রদর্শনী ম্যাচটিতে মুখোমুখি হতেন তিনি রবার্তো বাতিস্তা অগাতের। কিন্তু কোর্টে নামার ঘণ্টা খানেক আগে নিজেকে সরিয়ে নেন জোকোভিচ। ডান কনুইয়ে ব্যথা অনুভব করায় তার মেডিক্যাল দল না খেলার পরামর্শ দিয়েছে। তাই কোর্টে ফেরার সময়টা আরও দীর্ঘ হলো সাবেক নাম্বার ওয়ানের।

গত জুলাই থেকে কোর্টের বাইরে সার্বিয়ান তারকা। উইম্বলডনে টমাস বার্ডিচের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে কনুইয়ের চোটে খেলা বন্ধ করে দিতে হয়েছিল তাকে। সেই চোট কাটিয়ে শুক্রবারের প্রদর্শনী ম্যাচ দিয়ে কোর্টে ফেরার কথা থাকলেও হলো না। অস্ট্রেলিয়ান ওপেনের আগমুহূর্তে নতুন করে সমস্যা তৈরি হওয়ায় বছরের প্রথম গ্ল্যান্ড স্লামে তার খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

আবুধাবির ম্যাচটি খেলতে না পারায় জোকোভিচ ভীষণ হতাশ, ‘ওয়ার্ল্ড টেনিস চ্যাম্পিয়নশিপ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় আমি ভীষণ হতাশ। দুর্ভাগ্যবশত গত কয়েকদিন ধরে কনুইয়ে ব্যথা অনুভব করছিলাম। বেশ কয়েকটি পরীক্ষা করার পর আমার মেডিক্যাল দল ঝুঁকি না নেওয়ার পরামর্শ দিয়েছে।’

কবে কোর্টে ফিরতে পারবেন, সেটা জোকোভিচ নিজেই বলতে পারছেন না। তাই অস্ট্রেলিয়ান ওপেনে তার খেলা নিয়েও তৈরি হলো ধোঁয়াশা। ১৫ জানুয়ারি মেলবোর্ন পার্কে শুরু হবে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন। রয়টার্স