২০তম গ্র্যান্ড স্লামের আরও কাছে ফেদেরার

ফেদেরার-১অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ধরে রাখার মিশনে আরেক ধাপ এগিয়ে গেলেন রজার ফেদেরার। টমাস বার্ডিচকে ৭-৬ (৭-১), ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে সুইস তারকা নিশ্চিত করেছেন প্রতিযোগিতাটির সেমিফাইনাল।

গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারে ফেদেরারের শিরোপা ১৯টি। অস্ট্রেলিয়ান ওপেনে ৩৬ বছর বয়সী তারকা নেমেছেন ২০তম শিরোপার খোঁজে। দুর্দান্ত পারফরম্যান্সে এগিয়ে যাচ্ছেন তিনি সেই পথেই। বার্ডিচকে সরাসারি সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ১৪তম সেমিফাইনাল নিশ্চিত করেছেন দ্বিতীয় বাছাই হয়ে খেলতে নামা ফেদেরার। গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতায় চেক তারকার বিপক্ষে এটা ছিল সাবেক নাম্বার ওয়ানের দশম লড়াই, যেখানে নিজের জয়ের রেকর্ড ফেদেরার বাড়িয়ে নিলেন ৮-২-এ।

রড লেভার অ্যারেনার কোয়ার্টার ফাইনাল জিতে শেষ চারে সুইস তারকা মুখোমুখি হবেন দক্ষিণ কোরিয়ার ২১ বছর বয়সী খেলোয়াড় চং হিউনের। শুক্রবারের সেমিফাইনাল নিশ্চিতের আগে বার্ডিচের বিপক্ষে শুরুতে বেশ ভালোই পরীক্ষা দিতে হয়েছে ফেদেরারকে। প্রথম সেট জিততে যেতে হয়েছে টাইব্রেকার পর্যন্ত। শেষ পর্যন্ত ৭-৬ (৭-১) গেমে সেট জিতে নেওয়ার পর পরের দুই সেট সহজেই উতরে গেছেন ১৯টি গ্র্যান্ড স্লামের মালিক।

কোয়ার্টার ফাইনাল থেকে রাফায়েল নাদাল বিদায় নেওয়ায় অস্ট্রেলিয়ান ওপেনের ‘হট’ ফেভারিট এখন ফেদেরার। অঘটনের শিকার না হলে ২০তম গ্র্যান্ড স্লাম বছরের শুরুতেই পেয়ে যেতে পারেন সুইস তারকা। বিবিসি