অস্ট্রেলিয়ান ওপেনে ওজনিয়াকির প্রথম গ্র্যান্ড স্লাম

অধরা গ্র্যান্ড স্লাম ধরা দেওয়ার পর তাতে চুমু খেলেন ওজনিয়াকিগ্র্যান্ড স্লাম শিরোপার জন্য দীর্ঘ অপেক্ষা ফুরালো ক্যারোলিন ওজনিয়াকির। ৪৩টি গ্র্র্যান্ড স্লাম ও দুটি ফাইনাল হারের পর প্রথম কোনও বড় শিরোপা জিতলেন ডেনমার্কের দ্বিতীয় বাছাই।

শনিবার রোমানিয়ার সিমোনা হালেপকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হলেন ওজনিয়াকি। ৭-৬ (৭-২), ৩-৬, ৬-৪ গেমের এই জয়ে র‌্যাংকিংয়ের এক নম্বর জায়গাটিও দখল করলেন তিনি।

প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনালে হারের ৮ বছর পর ও র‌্যাংকিংয়ে ৭৪তম হওয়ার ১৭ মাস পর টেনিসের সবচেয়ে বড় অর্জন ধরা দিলো ওজনিয়াকিকে। ২০০৯ ও ২০১৪ সালের ইউএস ওপেনের ফাইনালিস্ট বলেছেন, ‘অনেক বছর ধরে আমি এই মুহূর্তের স্বপ্ন দেখেছি। আজ সেই স্বপ্ন সত্যি হলো।’

প্রথম ডেনিশ হিসেবে গ্র্যান্ড স্লাম শিরোপা জিতলেন ওজনিয়াকি। আগামী সোমবারের র‌্যাংকিংয়ে হালেপকে সরিয়ে এক নম্বরে বসবেন ২৭ বছর বয়সী।

ওজনিয়াকির মতো হালেপও প্রথম শিরোপার খোঁজে নেমেছিলেন ফাইনালে। কিন্তু দুইবার ফ্রেঞ্চ ওপেনে হারা রোমানিয়ান জিততে পারলেন না অস্ট্রেলিয়ান ওপেনে। প্রতিপক্ষের প্রশংসা করে তিনি বলেছেন, ‘অবশ্যই আমি দুঃখ পাচ্ছি। কিন্তু ক্যারোলিন আমার চেয়ে অনেক ভালো খেলেছে। আমি লড়েছি, আমাকে আরও সামনে যেতে হবে। আশা করি আজকের মতো আরেকটি চ্যালেঞ্জের মুখোমুখি হবো।’ বিবিসি