শিরোপার সঙ্গে শীর্ষস্থানও ধরে রাখলেন নাদাল

মন্টে কার্লো ট্রফি হাতে নাদালকেই নিশিকোরিকে সরাসরি সেটে হারিয়ে মন্টে কার্লো মাস্টার্সের শিরোপা নিজের কাছেই রেখে দিলেন রাফায়েল নাদাল। রবিবার ৬-৩, ৬-২ গেমের এই জয়ে রেকর্ড ৩১তম মাস্টার্স টাইটেলের স্বাদ পেলেন তিনি। একই সঙ্গে এটিপি র‌্যাংকিংয়ের শীর্ষস্থানও ধরে রাখলেন স্প্যানিশ তারকা।

উন্মুক্ত যুগে প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে একই শিরোপা ১১ বার জয়ের রেকর্ড গড়লেন নাদাল। ১৩ বছর আগে প্রথমবার এই কোর্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। সবচেয়ে বেশি মাস্টার্স টাইটেল জয়ে নোভাক জোকোভিচকে পেছনে ফেললেন ১৬টি গ্র্যান্ড স্লাম জয়ী।

সব মিলিয়ে ৭৬তম শিরোপা হাতে নিলেন নাদাল। এই জয়ে রজার ফেদেরারের কাছে ‘এক নম্বর’ মর্যাদা হারাতে হলো না তাকে।

প্রথম মাস্টার্স শিরোপার খোঁজে নিশিকোরি শুরু থেকে লড়ে গেছেন। ২-১ এ এগিয়েও যান জাপানি তারকা। কিন্তু পারেননি সেটা ধরে রাখতে। ৯৪ মিনিটের লড়াই শেষে সরাসরি টানা ৩৬ সেট জয়ের কৃতিত্ব দেখান নাদাল।

এবার স্প্যানিশ তারকার চোখ আগামী সপ্তাহের বার্সেলোনা ওপেনে। সেখানেও ১১তম শিরোপার মিশনে নামবেন তিনি। তারপর রোঁলা গাঁরোয় ১১তম ফরাসি ওপেন জয়ের লক্ষ্য থাকবে নাদালের। বিবিসি, ইএসপিএন