ক্লে কোর্টে চলছে নাদালের দাপট

রাফায়েল নাদালথামছেন না রাফায়েল নাদাল। ক্লে কোর্টে চলছে স্প্যানিশ তারকার দাপট। বার্সেলোনা ওপেনের কোয়ার্টার ফাইনালেও পেয়েছেন তিনি প্রত্যাশিত জয়। স্লোভাকিয়ান প্রতিদ্বন্দ্বী মার্তিন ক্লিজানকে ৬-০, ৭-৫ গেমে হারিয়ে পেয়েছেন ক্লে কোর্টে টানা ৪২তম সেট জয়।

শুক্রবার রাতে সেমিফাইনালে ওঠার পথে প্রথম সেটে দাঁড়াতেই দেননি ক্লিজানকে। তবে দ্বিতীয় সেটে দিতে হয়েছে কঠিন পরীক্ষা। তবে নিজের অভিজ্ঞতা দিয়ে উতরে গিয়ে প্রিয় ক্লে কোর্টে টানা সেট জেতার রেকর্ড আরও একটু বাড়িয়ে নিলেন নাদাল। একই সঙ্গে এই সারফেসে পেলেন টানা ১৭তম জয়।

দ্বিতীয় রাউন্ডে এই ক্লিজানের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল নোভাক জোকোভিচকে। এবার আর অঘটন ঘটাতে পারেননি স্লোভাকিয়ান খেলোয়াড়। তাকে সহজেই টপকে বার্সেলোনা ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করা নাদাল বলেছেন, ‘শুরুটা ভালো ছিল, খুব দ্রুতই জিতে নিয়েছিলাম (প্রথম সেট)। তবে দ্বিতীয় সেটে সবকিছু পাল্টে যায়। আমার মনে হয় কিছুটা ভাগ্যবান ছিলাম, যে কারণে আবার সরাসরি সেটে জিততে পেরেছি।’

সেমিফাইনালে নাদালের প্রতিপক্ষ ডেভিড গোফিন। বেলজিয়াম তারকা কোয়ার্টার ফাইনালে স্পেনের রবের্তো বাতিস্তা অগাতকে হারিয়েছেন ৬-৭ (৩-৭), ৬-২, ৬-২ গেমে। এপি