ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ

নোভাক জোকোভিচব্রাজিলিয়ান বাছাই রজারিও দুত্রা সিলভাকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেন শুরু করেছেন নোভাক জোকোভিচ। প্রথম দুই সেটে ২-০ তে পিছিয়ে থাকলেও ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন সার্ব তারকা।

এবারের ফ্রেঞ্চ ওপেনে ২০তম বাছাই হিসেবে খেলছেন জোকোভিচ। ২০১৬ সালে এই প্যারিসেই সবশেষ গ্র্যান্ড স্লাম জেতেন ৩১ বছর বয়সী তারকা।

গত জানুয়ারিতে কনুইয়ের অস্ত্রোপচার করান র‌্যাংকিংয়ের ১২ নম্বরে থাকা জোকোভিচ। তারপর ফেরাটা সুখের হয়নি। ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামি ওপেনে টানা প্রথম রাউন্ডে বিদায় নেন তিনি। তবে ফ্রেঞ্চ ওপেনের শেষ প্রস্তুতিতে ইতালিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছিলেন সার্ব তারকা। এবার দুত্রাকে হারিয়ে দেখালেন তিনি প্রস্তুত।

দ্বিতীয় রাউন্ডে জোকোভিচের প্রতিপক্ষ স্পেনের হুয়ামে মুনার।

অন্যদিকে, ২০১৫ সালের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন স্তান ওয়াওরিঙ্কা হেরে গেছেন প্রথম ম্যাচেই। সুইস ২৩তম বাছাইকে ৬-২, ৩-৬, ৪-৬, ৭-৬ (৭-৫), ৬-৩ গেমে হারান তারই স্বদেশী গুইলেরমো গার্সিয়া লোপেস।

অস্ট্রেলিয়ান সপ্তম বাছাই ডোমিনিক থিয়েম ৬-২, ৬-৪, ৬-১ গেমে হারান ইয়া ইভাশকাকে। ৩৯তম বাছাই স্তেফানোস তিতিপাসকে লড়বেন তিনি দ্বিতীয় রাউন্ডে। বিবিসি