উইম্বলডন ফাইনালে সেরেনা-কেরবার

দুই বছর পর আবারও উইম্বলডন ফাইনালে মুখোমুখি সেরেনা-কেরবারমাতৃত্বকালীন বিরতির পর গত মার্চে কোর্টে ফিরেছিলেন সেরেনা উইলিয়ামস। চোটের কারণে ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে সরে দাঁড়ান। তবে তিনি যে এখন পুরোপুরি ফিট, তার প্রমাণ দিলেন উইম্বলডনের ফাইনালে উঠে।

৮ নম্বর উইম্বলডন শিরোপা জয়ের পথে সেরেনার শেষ বাধা অ্যাঞ্জেলিক কেরবার। বৃহস্পতিবার দুজনই সরাসরি সেটে জিতেছেন সেমিফাইনাল। সেরেনা ৬-৪, ৬-৪ গেমে হারান জার্মানির জুলিয়া জর্জেসকে। আর লাটভিয়ার জেলেনা ওস্তাপেঙ্কোকে ৬-৩, ৬-৩ গেমে হারান কেরবার।

২০১৬ সালের ফাইনালের পুনরাবৃত্তি হচ্ছে এবার। ওই ম্যাচে কেরবারকে হারিয়ে সপ্তম উইম্বলডন জেতেন সেরেনা। তার আগে বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনালে উঠে সেরেনাকে হারান কেরবার।

জার্মান এই প্রতিদ্বন্দ্বীকে আবারও ফাইনালে হারিয়ে ২৪তম গ্র্যান্ড স্লাম জিতে রেকর্ড স্পর্শ করতে চান সেরেনা। তবে সাফল্যের জন্য মরিয়া না হয়ে ম্যাচটা উপভোগ করতে চান এ আমেরিকান তারকা, ‘আমার হারানোর কিছু নেই। আমি খোলামেলা মনে খেলছি। প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করছি আমি।’ বিবিসি