নাদালকে হারিয়ে উইম্বলডন ফাইনালে জোকোভিচ

ফাইনালে ওঠা জোকোভিচকে অভিনন্দন জানালেন নাদাল২০১৬ সালের পর প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা থেকে আর এক ম্যাচ দূরে নোভাক জোকোভিচ। ‘স্থগিত’ হওয়া উইম্বলডন সেমিফাইনালে পাঁচ সেটের মহাকাব্যিক লড়াইয়ে শনিবার তিনি হারান রাফায়েল নাদালকে।

শুক্রবারের এই সেমিফাইনাল রাত বেশি হওয়ায় বাকি অংশ পরের দিন নির্ধারণ করা হয়। ২-১ সেটে নাদালের চেয়ে এগিয়ে থেকে শনিবার কোর্টে নামেন জোকোভিচ। সার্ব তারকা দিনের শুরুর সেট হেরে যান। তবে পরের সেটে ঘুরে দাঁড়ান এবং রবিবার কেভিন অ্যান্ডারসনের সঙ্গে ফাইনাল নিশ্চিত করেন।

৫ ঘণ্টা ১৬ মিনিটের লড়াইয়ে জোকোভিচ জিতেছেন ৬-৪, ৩-৬, ৭-৬ (১১-৯), ৩-৬, ১০-৮ গেমে।

১২ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন জোকোভিচ ২০১৬ সালের ইউএস ওপেনের পর প্রথমবার বড় মঞ্চের ফাইনালে উঠেছেন। ২০১১, ২০১৪ ও ২০১৫ সালের উইম্বলডন জয়ী উচ্ছ্বসিত, ‘আমি এক কথায় আনন্দে আত্মহারা। এটা (ফাইনালে ওঠা) খুব বিশেষ কিছু। এই ধরনের ম্যাচের জন্যই আপনার বেঁচে থাকা, খেটে যাওয়া।’ বিবিসি