উইম্বলডন চ্যাম্পিয়ন জোকোভিচ

4416দুই বছরেরও বেশি সময় পর গ্র্যান্ড স্লামের চ্যাম্পিয়ন হলেন নোভাক জোকোভিচ। রবিবার ফাইনালে কেভিন অ্যান্ডারসনকে হারিয়ে চতুর্থ উইম্বলডন জিতলেন তিনি।

প্রথম দুই সেট কোনও প্রতিরোধ ছাড়াই জিতে নেন জোকোভিচ। কিন্তু পরের সেট গড়ায় টাইব্রেকারে। তারপরও সরাসরি সেটে ১৩তম গ্র্যান্ড স্লাম ট্রফি হাতে নিলেন সার্ব তারকা। ৬-২, ৬-২, ৭-৬ (৭-৩) গেমে দক্ষিণ আফ্রিকান প্রতিদ্বন্দ্বীকে হারান তিনি।

২০১৬ সালে ফ্রেঞ্চ ওপেন জেতার পর থেকে গ্র্যান্ড স্লামের শিরোপা খরায় ভুগছিলেন জোকোভিচ। ২০১১, ২০১৪ ও ২০১৫ সালের পর আবার উইম্বলডন জিতলেন তিনি। এবার ১২তম বাছাই হিসেবে অল ইংল্যান্ড ক্লাবে খেলতে নেমে সেমিফাইনালে রাফায়েল নাদালকে বিদায় করে ফাইনালে ফেভারিট ছিলেন জোকোভিচ।

সর্বকালের শীর্ষ গ্র্যান্ড স্লাম জয়ীর তালিকায় রয় এমারসনকে পেছনে ফেলে চার নম্বরে জোকোভিচ। এখন কেবল তার সামনে রজার ফেদেরার (২০), রাফায়েল নাদাল (১৭) ও পিট সাম্প্রাস (১৪)।

গত বছর ইস্টবোর্নের পর প্রথমবার শিরোপা জয়ে জোকোভিচ আবার র‌্যাংকিংয়ের সেরা দশে ফিরছেন। বিবিসি