চীনে টেনিস একাডেমির কোচ প্রীতি

আফরানা ইসলাম প্রীতিচীনের গুয়াংজুতে একটি টেনিস একাডেমির কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আফরানা ইসলাম প্রীতি। এক বছরের জন্য চুক্তিবদ্ধ প্রীতি মঙ্গলবার রাতে রওনা হবেন চীনের পথে।

১৮ বছর বয়সী প্রীতি দেশের এক নম্বর টেনিস খেলোয়াড়। বিকেএসপি থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন তিনি। এত কম বয়সে কোচের দায়িত্বে, তা-ও আবার ভিন দেশে। কেন? বিকেএসপির প্রধান কোচ রোকনউদ্দীন আহমেদ বাংলা ট্রিবিউনকে বললেন, ‘আমাদের দেশে টেনিস খেলোয়াড়দের ভবিষ্যত উজ্জ্বল নয়। টেনিস খেলে যে পারিশ্রমিক পায় তা দিয়ে পরিবার চালানোই কঠিন। চীন থেকে প্রস্তাব আসতেই আমি প্রীতিকে বাছাই করেছি। কর্তৃপক্ষও তার জীবন বৃত্তান্ত দেখে রাজি হয়েছে। আশা করি, সে কোচ হিসেবে ভালো করতে পারবে।’

এখন পর্যন্ত ঘরোয়া ও আন্তর্জাতিক প্রতিযোগিতা মিলে ৪৪ টি ট্রফি জিতেছেন প্রীতি। এর মধ্যে এশিয়ান টেনিস ফেডারেশনের (এটিএফ) বয়সভিত্তিক প্রতিযোগিতার ঢাকা পর্বের একাধিক ট্রফি আছে। এছাড়া বিকেএসপিতে দুবার হয়েছেন সেরা  খেলোয়াড়।

প্রীতি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘চীনে ভালো অফার পেয়েছি। ওরা ভালো বেতন সহ বেশ কিছু সুযোগ-সুবিধার প্রস্তাব দিলে রাজি হয়ে যাই। তবে প্রয়োজনে দেশের হয়ে খেলতে চাই। আমি চাই চীনে অন্তত পাঁচ বছর কোচ হিসেবে কাজ করতে। আশা করি, সেখানে সফল হতে পারবো।’

বাগেরহাট থেকে উঠে আসা প্রীতি আরও বলেছেন, ‘প্রথমে আমার পরিবার বাধা দিয়েছিল। কিন্তু আমি সব কাজ চ্যালেঞ্জ হিসেবে নিয়ে থাকি। চীনের চাকরিও আমার জন্য চ্যালেঞ্জিং। বাংলাদেশের প্রথম মেয়ে হিসেবে সেখানে টেনিস কোচ হিসেবে কাজ করতে যাচ্ছি। আমি চ্যালেঞ্জটা জিততে চাই।’