সাংহাই মাস্টার্স শিরোপা জোকোভিচের

2018-10-14T104856Z_202518871_SP1EEAE0U1J3J_RTRMADP_3_TENNIS-SHANGHAIগত আগস্টের শুরুতে রজার্স কাপে হারের পর থেকে উড়ছেন নোভাক জোকোভিচ। সবশেষ রবিবার সাংহাই মাস্টার্স জিতে এই বছরের চতুর্থ ট্রফি ঘরে নিলেন সার্ব তারকা।

ক্রোয়েশিয়ার তরুণ বোরনা কোরিচকে হারিয়ে চতুর্থ সাংহাং মাস্টার্স শিরোপা জিতলেন জোকোভিচ। টানা ১৮তম ম্যাচ জিতে রজার ফেদেরারকে হটিয়ে এটিপি র‌্যাংকিংয়ের দুই নম্বরে বসবেন ৩১ বছর বয়সী তারকা। গত ১০ আগস্ট রজার্স কাপে সবশেষ হেরেছিলেন তিনি।

শীর্ষে থাকা রাফায়েল নাদালের ঘাড়ে নিশ্বাস ফেলছেন জোকোভিচ। সোমবার নতুন প্রকাশিত র‌্যাংকিংয়ে স্প্যানিশ তারকার সঙ্গে তার ব্যবধান হবে মাত্র ৩৫ পয়েন্টের।

রজার ফেদেরারকে সেমিফাইনালে বিদায় করা কোরিচ এদিন কোনও প্রতিরোধ গড়তে পারেননি। সার্ব তারকার কাছে অসহায় আত্মসমর্পণ করেছেন। এক ঘণ্টা ৩৭ মিনিটের লড়াই শেষে ৬-৩, ৬-৪ গেমে জয় নিশ্চিত করেন এই বছরের সিনসিনাত্তি ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন চ্যাম্পিয়ন। বিবিসি