অস্ট্রেলিয়ান ওপেনই শেষ মারের!

সংবাদ সম্মেলনে কাঁদলেন মারেএই বছরের উইম্বলডন খেলে অবসরে যাওয়ার পরিকল্পনা অ্যান্ডি মারের। কিন্তু তার ভয়- না জানি অস্ট্রেলিয়ান ওপেনই তার ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট হতে চলেছে!

কোমরের চোট কাটিয়ে উঠতে লড়াই করছেন মারে। গত বছরের জানুয়ারিতে অস্ত্রোপচার করান ব্রিটেনের এই টেনিস তারকা। তারপর জুনে কোর্টে ফিরে এখন পর্যন্ত খেলেছেন মাত্র ১৪ ম্যাচ। চোটের ধকল এখনও তার শরীরে। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেন খেলার তীব্র ইচ্ছা তাকে নিয়ে গেছে মেলবোর্নে।

বছরের প্রথম গ্র্যান্ড স্লাম শুরু হওয়ার আগে তাই শঙ্কায় মারে। শুক্রবার সংবাদ সম্মেলনে কেঁদে ফেলেন ২০১৩ ও ২০১৬ সালের উইম্বলডন জয়ী, ‘আমি নিশ্চিত নই আরও চার বা পাঁচ মাস ব্যথা নিয়ে খেলে যেতে পারবো কিনা। আমি উইম্বলডন খেলে থামতে চাই, কিন্তু সেটা পারবো কিনা নিশ্চিত নই।’

৩১ বছর বয়সী মারে জানান, অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে স্প্যানিশ ২২তম বাছাই রবের্তো আগুতের বিপক্ষে খেলার ইচ্ছা এখনও আছে তার। তবে সুস্থ নন তিনি, ‘আমি ভালো নেই। দীর্ঘদিন ধরে আমি ভুগছি। গত ২০টি মাস ধরে আমার প্রচণ্ড ব্যথা। সবকিছু করে যাচ্ছি সুস্থ হতে, কিন্তু হচ্ছে না।’

গত মৌসুম মারে শেষ করেন সেপ্টেম্বরে। তারপর থেকে পুনর্বাসনে ছিলেন তিনি। গত বৃহস্পতিবার মেলবোর্ন পার্কে নোভাক জোকোভিচের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেন। কিন্তু নিজের সেরা অবস্থানে যে নেই সেটা বুঝতে পেরেছেন ২০১২ সালে ইউএস ওপেনে প্রথম গ্র্যান্ড স্লাম জেতা এই তারকা, ‘আমি এতদিন যেভাবে খেলে এসেছি সেই পর্যায়ে আর নেই।’ বিবিসি