ফেদেরারের সঙ্গে দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ

রজার ফেদেরারঅস্ট্রেলিয়ান ওপেনে গত দুইবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার। হ্যাটট্রিক শিরোপার মিশনে তার শুরু হয়েছে প্রত্যাশিত জয়ে। তার সঙ্গে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন নোভাক জোকোভিচ।

উজবেক প্রতিপক্ষ দেনিস ইস্তোমিনকে ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে প্রথম রাউন্ডে হারিয়েছেন ফেদেরার। দ্বিতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ ব্রিটেনের ড্যান ইভান্স। ২০তম অস্ট্রেলিয়ান ওপেনে তার প্রথম লড়াই শেষ হয়েছে দুই ঘণ্টার মধ্যে। সপ্তম অস্ট্রেলিয়ান ওপেনের লক্ষ্যে নেমেছেন ৩৭ বছর বয়সী তারকা, ‘এই ম্যাচ খেলে আমি খুব খুশি। ভালো কিছু শট খেলেছি।’

এদিকে জোকোভিচ মেলবোর্ন পার্কে জয় দিয়ে শুরু করে মাইলফলক ছুঁতে যাচ্ছেন। ৩০০ গ্র্যান্ড স্লাম ম্যাচ খেলতে যাচ্ছেন তিনি দ্বিতীয় রাউন্ডে, যেখানে তার উপরে আছে কেবল ফেদেরার। আমেরিকান বাছাই মিচেল ক্রুয়েগারকে ৬-৩, ৬-৩, ৬-২ গেমে হারান তিনি।

নোভাক জোকোভিচের উচ্ছ্বাসটানা তৃতীয় গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্যে এই অস্ট্রেলিয়ান ওপেন শুরু করেছেন জোকোভিচ। প্রথম ম্যাচ নিয়ে তার কথা, ‘ক্রুয়েগার অনেক শক্ত প্রতিদ্বন্দ্বিতা করেছে। অনেক কষ্ট করতে হয়েছে। আমি ‍খুব উপভোগ করেছি, আশা করি আপনারাও।’

জোকোভিচের দ্বিতীয় রাউন্ড হতে যাচ্ছে ২০০৮ সালের অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালের পুনরাবৃত্তি। উলফ্রেড সোঙ্গার বিপক্ষে লড়বেন তিনি। ১১ বছর আগে তাকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জেতেন জোকোভিচ। বিবিসি