জাতীয় জুনিয়র টেনিস শুরু

জাতীয় জুনিয়র টেনিস শুরুমুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতীয় টেনিস কমপ্লেক্সে আজ থেকে শুরু হয়েছে জাতীয় জুনিয়র টেনিস টুর্নামেন্ট।
প্রতিযোগিতায় রাজশাহী, মাদারীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়ীয়া, জামালপুর, নোয়াখালী, বান্দরবান, গাইবান্ধা, পটুয়াখালী, গাজীপুর, বরিশাল, নওগাঁ, ময়মনসিংহ, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, বিকেএসপি, নড়াইল, ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার, অফিসার্স ক্লাব ও জাতীয় টেনিস কমপ্লেক্স থেকে মোট ৫৬ জন বালক ও ২০ জন বালিকা অংশ নিয়েছে।
প্রতিযোগিতার বিভাগগুলো হলো অনূর্ধ্ব ১২ (বালক ও বালিকা), অনূর্ধ্ব-১৪ (বালক ও বালিকা), অনূর্ধ্ব -১৬ (বালক ও বালিকা)।
প্রতিযোগিতার উদ্বোধন করেন ফেডারেশন সভাপতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ সময় সহ-সভাপতি মেজর মো. ইয়াদ আলী ফকির (অব:), আবু সালেহ মো. ফজলে রাব্বি খানসহ ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
/এমআর/