শিশু কিশোরদের টেনিস শেখার সুযোগ

বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে আগামী ১৫ জানুয়ারী থেকে ২৯ জানুয়ারী পর্যন্ত ১৫ দিন ব্যাপী শীতকালী টেনিস প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। টেনিস
১ম থেকে ৮ম শ্রেণি পর্যন্ত যে কোনও স্কুলের শিক্ষাথীরা প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নিতে পারবে। আগ্রহী ছাত্র/ছাত্রীদের ৮ থেকে ১৪ জানুয়ারীর মধ্যে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে ২০০ টাকা জমা দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। 

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের সার্টিফাইড লেভেল-২ প্রশিক্ষক বিকেএসপির চীফ কোচ জনাব রোকন উদ্দিন আহমেদ ওই প্রশিক্ষণ তত্বাবধান করবেন। প্রতিদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত জাতীয় টেনিস কমপ্লেক্সে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। 

প্রশিক্ষণের বিষয়ে প্রয়োজনীয় তথ্যের জন্য প্রশিক্ষণ সমন্বয়ক জনাব লুৎফর রহমান ছান্টুর (মোবাইল-০১৭১৫৬৫৫১১৯) সঙ্গে যোগাযোগের অনুরোধ করেছে টেনিশ ফেডারেশন।

/আরএম/এমআর/