৮ বছর পর ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে আজারেঙ্কা

একটা সময় ছিলেন র‌্যাঙ্কিংয়ের নম্বর ওয়ান। কিন্তু নিকট অতীতে আগের সেই দাপট ধরে রাখতে পারেননি। ফ্রেঞ্চ ওপেনে দীর্ঘ ৮ বছর পর চতুর্থ রাউন্ডে পৌঁছানোর কৃতিত্ব দেখালেন ভিক্টোরিয়া আজারেঙ্কা।   

শুক্রবার মেডিসন কিইসকে ৬-২, ৬-২ গেমে সহজেই হারিয়েছেন এই বেলারুশিয়ান। অথচ কয়েক দিন আগেও ফ্রেঞ্চ ওপেন খেলা নিশ্চিত ছিল না তার। গত মাসে পিঠের ব্যথায় মাদ্রিদ ওপেন থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। কিন্তু ফ্রেঞ্চ ওপেনে এখন পর্যন্ত নিখুঁতভাবে খেলে যাচ্ছেন। 

রোলাঁ গাঁরোয় আজারেঙ্কার ক্যারিয়ার সেরা পারফরম্যান্স সেমিফাইনাল। পরের রাউন্ডে তার প্রতিপক্ষ রাশিয়ান আনাসতাসিয়া পাভলিউচেঙ্কো। যিনি বিদায় দিয়েছেন প্রতিযোগিতার তৃতীয় বাছাই আরইয়ানা সাবালেঙ্কাকে। ম্যাচের অপ্রত্যাশিত এই ফলাফলে প্রথম সপ্তাহেই ফ্রেঞ্চ ওপেন থেকে বিদায় নিয়েছেন টেনিসের শীর্ষ ১০ নারী বাছাইয়ের ৬জন!