সিসিপাসকে হারিয়ে জোকোভিচের ১৯

প্রথম দুই সেট জিতে অধরা স্বপ্ন সত্যি করতে যাচ্ছিলেন স্তেফানোস সিসিপাস। প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠে প্রতিদ্বন্দ্বী নোভাক জকোভিচের সঙ্গে ভালোই লড়াই করছিলেন। কিন্তু অভিজ্ঞ জোকোভিচ তৃতীয় সেট থেকে ঘুরে দাড়িয়ে ফাইনালই জিতে নিলেন। রোলাঁ গারোতে রোমাঞ্চকর ফাইনাল জিতেছেন বিশ্বের এক নাম্বার তারকা ৬-৭(৬-৮), ২-৬, ৬-৩, ৬-২ ও ৬-৪ গেমে। ম্যাচটির স্থায়ী ছিল ৪ ঘণ্টা ১১ মিনিট।

জোকোভিচ এ নিয়ে এখন গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারের ১৯তম শিরোপা জিতলেন। ফ্রেঞ্চ ওপেন জিতে সর্বোচ্চ গ্র্যান্ড স্লামের তালিকায় রজার ফেদেরার ও নাদালের চেয়ে মাত্র একটি শিরোপা থেকে দূরে আছেন। ফেদারার ও নাদালের অর্জন ২০টি করে শিরোপা।

এ ছাড়া গত ৫২ বছরের মধ্যে টেনিসে প্রথম খেলোয়াড় হিসেবে সবগুলো গ্র্যান্ড স্লাম দুইবার করে জিতে বিরল রেকর্ড অর্জন করলেন সার্বিয়ান তারকা জোকোভিচ। ১৯৫৯ সালে সর্বশেষ রড লেভার এমনটি করেছিলেন। টেনিসে আর মাত্র একজন রয় এমারসনেরই আছে এই কীর্তি।

শিরোপা জিতে জোকোভিচ বলেছেন, ‘আমার দেশ সার্বিয়ার জনগণকে ধন্যবাদ দিতে চাই। যারা আমাকে সবসময় সাহায্য করেছে। এখানে এসে ম্যাচ দেখেছে। এটা আমার জীবনে স্মরণীয় ঘটনা। আমার জীবনের শেষ ৪৮ ঘণ্টা অবশ্যই মনে রাখবো। আর সিসিপাস সামনে ভালো করবে। আরও শক্তিশালী হয়ে সামনে অংশ নেবে।’

গ্রিসের সিসিপাস এগিয়ে থেকেও ফাইনাল হেরে বলেছেন, ‘আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি খুশি এতে। গত কয়েক বছরে নোভাক প্রমাণ করেছে কেন তিনি চ্যাম্পিয়ন। আমি তার কাছ থেকে অনুপ্রেরণা নিচ্ছি। একসময় হয়তো তার কৃতিত্বের কিছু অংশ আমিও করে দেখাতে পারবো।’