আবার হাঁটুর সার্জারি করাচ্ছেন ফেদেরার

হাঁটুর ইনজুরি থেকে আর রক্ষা পেলেন না রজার ফেদেরার। গত বছর দুটি সার্জারি করিয়েছেন। নতুন করে ৪০ বছর বয়সী টেনিস তারকা জানালেন, টেনিসে ফিরতে আবার হাঁটুর সার্জারি করাচ্ছেন তিনি। সেজন্য কোর্টের বাইরে থাকতে হবে অনেক দিন।

২০টি গ্র্যান্ড স্লাম জয়ী তারকা ইন্সটাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, ‘আমাকে বেশ কিছু সপ্তাহ ক্রাচে ভর দিয়ে হাঁটতে হবে। এমনকি টেনিস থেকেও বাইরে থাকা লাগবে কয়েস মাস।’

জুলাইয়ে উইম্বলডনে খেললেও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন। খেলতে পারেননি টোকিও অলিম্পিকে। সামনে জটিলতা ছাড়া এগিয়ে যেতে চান বলেই সার্জারিটা তার প্রয়োজন বলে জানালেন ফেদেরার, ‘এটা অনেক দিক দিয়েই কষ্টকর জানি। আবার এটাও জানি যে আমার জন্য এটাই সঠিক সিদ্ধান্ত। আমি সুস্থভাবে থাকতে চাই। পাশাপাশি আবারও খেলে বেড়াতে চাই।’

বয়স ৪০ হয়ে যাওয়াতে এই ধরনের সার্জারি শরীরে বাড়তি প্রভাব ফেলতে পারে। ফেদেরারের সেটা ভালো করেই জানা, ‘আমি বাস্তবিকভাবে ভাবতে পছন্দ করি। আমার এই বয়সে সার্জারি অনেক জটিল একটা বিষয়। কিন্তু চেষ্টা করে দেখতে চাই। একটি লক্ষ্য নিয়ে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য যাবো। কারণ আমি শারীরিকভাবে এখনও তৎপর। এটা পরবর্তী জীবনে সহায়তা করবে।’