টেনিসেও ফিক্সিং: জড়িত গ্র্যান্ডস্লামজয়ী তারকারাও

ফুটবল, ক্রিকেট ও অন্যান্য খেলার পর এবার ফিক্সিংয়ের কালো ছায়া পড়েছে টেনিস কোর্টেও। কয়েকটি সন্দেহজনক ম্যাচের গোপন ফাইল হাতে পেয়েছে বিবিসি। নথি সূত্রে সংবাদ মাধ্যমটি দাবি করেছে, ফিক্সিংয়ের সঙ্গে জড়িত রয়েছেন গ্র্যান্ডস্লাম জেতা টেনিসের শীর্ষ তারকারাও। এমনকি উইম্বলডনের মতো মর্যাদাপূর্ণ টুর্নামেন্টও ফিক্সিং করেছেন তারা। টেনিস
বিবিসি জানিয়েছে , গত এক দশকে র‌্যাঙ্কিংয়ে এক থেকে ৫০ নম্বরের মধ্যে থাকা অন্তত ১৬ জন টেনিস খেলোয়াড় ম্যাচ ফিক্সিং করেছেন। তবে ওই প্রতিবেদনে কোনও খেলোয়াড়রই নাম প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৭ সালের পর আবারও রাশিয়া এবং ইতালির কয়েকটি জুয়াড়ি সিন্ডিকেটে টেনিসে ফিক্সিং রমরমা অবস্থানে পৌঁছে।

বিবিসির দাবি, কর্তৃপক্ষের হাতে যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না। অথচ সবচেয়ে সন্দেহভাজন ১৬ জন খেলোয়াড়ের ৮ জনই খেলছেন এবারের গ্র্যান্ডস্লাম মৌসুমে। গত সাত বছরে যে ২৬ হাজার ম্যাচ খেলা হয়েছে, সেগুলোর একটা বড় অংশেই ফিক্সিংয়ের ছাপ স্পষ্ট।

খবর প্রকাশের পর ‘টেনিস ইন্টিগ্রিটি ইউনিট’ জানিয়েছে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবেন তারা। তবে অ্যাসোসিয়েশন অব টেনিস প্রফেশনালসের (এটিপি) সভাপতি ক্রিস কারমোড বলছেন, ‘এটা সত্যি না যে আমরা প্রমাণ হাতে নিয়ে বসে আছি। তথ্য এবং প্রমাণ, এই দুয়ের মাঝে পার্থক্যটা বুঝতে হবে আমাদের। প্রমাণ হাতে আসলেই ব্যবস্থা নেব আমরা।'

/এমআর/