প্রসঙ্গ করোনার টিকা, জোকোভিচকে ঢুকতে দেয়নি অস্ট্রেলিয়া

বিতর্কের এবার নতুন মোড়! করোনাভাইরাস টিকার সঠিক তথ্য না দেওয়ার পরও অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি মিলেছিল নোভাক জোকোভিচের। এ নিয়ে অস্ট্রেলিয়া জুড়ে ক্ষোভের ঝড় ওঠে। কিন্তু পরিস্থিতি পুরো পাল্টে গেছে এখন। অস্ট্রেলিয়ান ওপেন খেলতে টেনিসের নাম্বার ওয়ান তারকা মেলবোর্ন পৌঁছালেও তাকে ঢুকতে দেয়নি অস্ট্রেলিয়া সরকার। জোকোভিচের ভিসা বাতিল করে বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ান গণমাধ্যমের খবর, জোকোভিচ যেন বছরের প্রথম গ্র্যান্ড স্লামে খেলতে পারেন, এজন্য অস্ট্রেলিয়া সরকার টিকা নেওয়ার বাধ্যবাধকতা শিথিল করেছিল এবং ভিসা দিয়েছিল সার্বিয়ান তারকাকে। কিন্তু আজ (বৃহস্পতিবার) মেলবোর্নের টুলামারিন বিমানবন্দরে নামার পর তাকে আটকে দেওয়া হয়। কয়েক ঘণ্টা অপেক্ষার পর জানতে পারেন তার ভিসা বাতিল করা হয়েছে এবং তাকে ফেরত পাঠানো হবে। টিকার বাধ্যবাধকতা শিথিল করে ভিসা দেওয়া হলেও পরবর্তীতে সেই শর্ত আবার জুড়ে দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। তাই জোকোভিচের অস্ট্রেলিয়ায় ঢোকার অনুমতি নেই।

অস্ট্রেলিয়ান ওপেনের সর্বোচ্চ শিরোপা জয়ীকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান। পরবর্তী ফ্লাইটে তুলে দেওয়ার আগ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় একটি হোটেলে রাখা হয়েছে তাকে। যদিও ইতিমধ্যে আইনি লড়াই শুরু করে দিয়েছেন জোকোভিচ। তার আইনজীবী দেশটির হাইকোর্টে আবেদন করেছেন। স্থানীয় সময় আজ বিকালে এ বিষয়ের শুনানি হতে পারে।

জোকোভিচ করোনাভাইরাসের টিকা নিয়েছেন কিনা, সে ব্যাপারে তিনি স্পষ্ট তথ্য এখনও দেননি। তবে গত বছর জানিয়েছিলেন, তিনি টিকা নেওয়ার পক্ষে নন।