রায়ে হারার পর অস্ট্রেলিয়া ছাড়লেন জোকোভিচ 

আদালতেও ভিসা বাতিলের সিদ্ধান্ত বহাল থাকায় অস্ট্রেলিয়ায় থাকার বৈধতা হারিয়েছেন জোকোভিচ। তাই সার্বিয়ান তারকা অস্ট্রেলিয়া ছাড়তেও সময় নেননি। ইতোমধ্যে মেলবোর্ন থেকে একটি ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে অস্ট্রেলিয়া ছেড়ে গেছেন তিনি। 

রবিবার অস্ট্রেলিয়ার ফেডারেল আদালত জোকোভিচের ভিসা বাতিলের আপিল খারিজ করে দেন। তাতে ১০ দিন ধরে চলা ভিসা-নাটকের অবসান হয়েছে। আদালতে যখন রায় ঘোষণা করা হচ্ছিল, জোকোভিচের ভক্তরা স্তব্ধ হয়েছিলেন। একজন ভক্ত বিবিসিকে আক্ষেপ করে বলেছেন, তার কাছে অস্ট্রেলিয়ান ওপেন শূন্য মনে হবে এখন। কারণ, এই রায়ের পর শুধু অস্ট্রেলিয়ায় থাকা নয়, জোকোভিচ অস্ট্রেলিয়ান ওপেনে খেলারও যোগ্যতা হারিয়েছেন। 

এদিকে আদালতের রায়কে স্বাগতম জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়ানদের নিরাপদ ও সীমান্তকে শক্তিশালী রাখতে এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’