রুশ খেলোয়াড়দের নিষিদ্ধ করায় আয়োজকদের জরিমানা  

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে বিপদে পড়েছেন রুশ খেলোয়াড়রা। বিভিন্ন টুর্নামেন্টে তাদের অংশ নিতে দেওয়া হচ্ছে না। এবার নিষিদ্ধ করা হয়েছে উইম্বলডনেও। রাশিয়াকে সহায়তা করায় বেলারুশিয়ান খেলোয়াড়দেরও একই ভাগ্য বরণ করতে হয়েছে।

অবশ্য এমন পদক্ষেপ না নিতে আগেই আয়োজকদের অনুরোধ করেছিল উইমেন্স টেনিস অ্যাসোসিয়েশন (ডাব্লিউটিএ)। সেটি না হওয়ায় উইম্বলডন আয়োজক দ্য অল ইংল্যান্ড লন টেনিস ও দ্য লন টেনিসকে জরিমানা করা হয়েছে।

শাস্তি স্বরূপ অল ইংল্যান্ড লন টেনিসকে ২ লাখ ৭ হাজার পাউন্ড ও লন টেনিসকে জরিমানা করা হয়েছে ৬ লাখ ২০ হাজার পাউন্ড।

দুটি সংস্থা-ই অবশ্য এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে। তবে শুনানি শুরুর আগেই এই অর্থ পরিশোধ করতেই হবে।

এ প্রসঙ্গে দ্য অল ইংল্যান্ড লন টেনিস প্রধান নির্বাহী স্যালি বোল্টন বলেছেন, ‘তাদের সিদ্ধান্তে ভীষণ হতাশ হয়েছি।’ জরিমানার বিষয়ে তিনি বেশি কিছু বলতে চাননি, ‘প্রথমত, আমাকে বলতেই হচ্ছে এটা আইনি প্রক্রিয়া। ফলে নির্দিষ্ট করে এ প্রসঙ্গে মন্তব্য করতে পারবো না।’

তবে রাশিয়া-বেলারুশ খেলোয়াড়দের নিষেধাজ্ঞার বিষয়ে নিজেদের অবস্থান পাল্টাচ্ছে না বলে জানালেন এই কর্মকর্তা, ‘আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি, সেটার পক্ষেই থাকছি। তবে এর পরবর্তী প্রতিক্রিয়া হিসেবে ডাব্লিউটিএ যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা সত্যিই হতাশাজনক। এর চেয়ে বেশি কিছু বলাটা আমার জন্য ঠিক হবে না।’