অস্ট্রেলিয়ান ওপেন

কোয়ালিফায়ারের কাছে কঠিন পরীক্ষা দিতে হলো জোকোভিচকে

অস্ট্রেলিয়ান ওপেনে ১০ বারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম শিরোপার মিশনে নেমে কঠিন পরীক্ষা দিতে হলো তাকে, তাও আবার কোয়ালিফায়ারের কাছে! ১৮ বছর বয়সী দিনো প্রিজমিচের বিপক্ষে অঘটনের শিকার হতে হয়নি জোকোভিচকে। তবে ক্যারিয়ারে প্রথমবার কোনও গ্র্যান্ড স্লামের দীর্ঘতম প্রথম রাউন্ড খেলতে হয়েছে সার্ব তারকাকে।

চার ঘণ্টা ও এক মিনিট লড়াই করে ক্রোটকে ৬-২, ৬-৭ (৫-৭), ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন জোকোভিচ। তার দীর্ঘতম প্রথম রাউন্ডের ম্যাচ হয়েছিল ২০০৫ সালে ইউএস ওপেনে গায়েল মনফিলসের বিপক্ষে, ৩ ঘণ্টা ৫৭ মিনিট। 

প্রথম গ্র্যান্ড স্লাম ম্যাচ খেলতে গিয়ে প্রিজমিচ ছয়টি ম্যাচ পয়েন্ট বাঁচিয়েছেন।

কোর্টেই সাক্ষাৎকারের সময় জোকোভিচ স্বীকার করেছেন, কী কষ্টই না তার হয়েছে। তিনি বলেন, ‘সে আমার ঘাম ছুটিয়ে ছেড়েছে। সে অনেক প্রশংসা পাওয়ার যোগ্য। সে চমৎকার খেলোয়াড়। কোরেট নিজেকে দারুণভাবে নিয়ন্ত্রণ করেছে। এটা তার সময়।’

৩৬ বছর বয়সী জোকোভিচ পরের রাউন্ডে খেলবেন অ্যালেক্সেই পপিরিন কিংবা মার্ক পোলম্যান্সকে।