মেলবোর্নে শততম ম্যাচে জোকোভিচের দাপুটে জয়

অস্ট্রেলিয়ান ওপেনে মাইলফলকের ম্যাচে চেনা রূপে ফিরলেন নোভাক জোকোভিচ। প্রথম দুই রাউন্ডে ঘাম ছুটলেও মেলবোর্নে নিজের শততম ম্যাচে দাপট দেখালেন সার্ব তারকা।

শীর্ষ বাছাই জোকোভিচ তার শিরোপা ধরে রাখার মিশনে সেরা ফর্ম দেখালেন। ৩০তম বাছাই টমাস মার্টিন এচেভেরিকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠলেন তিনি। ৬-৩, ৬-৩ ও ৭-৬ (৭-২) গেমে জিতেছেন ২৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

জোকোভিচ বলেছেন, ‘এই টুর্নামেন্টে এটাই ছিল আমার সেরা পারফরম্যান্স।’ পরের রাউন্ডে তার প্রতিপক্ষ ফ্রান্সের আদ্রিয়ান মান্নারিনো।

মেলবোর্নে ১০০ ম্যাচ খেলে জোকোভিচের এটি ছিল ৯২তম জয়। চার গ্র্যান্ড স্লামের সবগুলোতে ১০০ ম্যাচ খেলা প্রথম পুরুষ খেলোয়াড় তিনি। ফ্রেঞ্চ ওপেনে ১০৮টি, উইম্বলডনে ১০৩টি ও ইউএস ওপেনে ১০১ ম্যাচ খেলেছেন সার্ব তারকা।