রানের পাহাড় গড়ছে বাংলাদেশ

bdওয়েলিংটন টেস্টের তৃতীয় দিনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের রান ৮ উইকেটে ৫৮১ রান।

ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিনের খেলায় ষষ্ঠ ওভারে ফিরে যান অভিষিক্ত তাসকিন আহমেদ। তার জায়গায় খেলতে এসেছিলেন কামরুল ইসলাম রাব্বি। ফেরার আগ পর্যন্ত ২০ বল মোকাবিলা করে ৩ রান করতে পারেন বাংলাদেশের এই পেস বোলার।

এর আগে সকালে শুরুটা দেখেশুনেই করেন আগের দিনের সেট ব্যাটসম্যান সাব্বির রহমান। প্রথম ওভারেই টিম সাউদির বল থেকে ৬ রান বের করে নেন। আগের দিনের সংগ্রহ ৫৪৪ রানের সঙ্গে এভাবেই প্রথম ওভারে যোগ হয়ে যায় ৬ রান।

 শুক্রবার দ্বিতীয় দিনের খেলায় সাব্বির করেছিলেন ১০ রান। এর মাঝে নিজের রানের সঙ্গে আরও ১৯ রান সংযুক্ত করেছেন সাব্বির। ২০ তম বলে নাইল ওয়াগনারের বলে সাউদিকে ক্যাচ দিয়ে ফেরেন তাসকিন।

উল্লেখ্য সাকিবের ২১৭ ও মুশফিকের ১৫৯ রানের বড় পুঁজির ওপর দাঁড়িয়ে ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনে ৭ উইকেটে ৫৪৪ রান সংগ্রহ করে সফরকারীরা। দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে তৃতীয়দিনে অনুসারীদের কাছে আরও কমপক্ষে ৫০ রান চেয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।

/কেআর/