টেলরের চোখে পরিণত টেস্ট দল বাংলাদেশ

রস টেলরচোখের অস্ত্রোপচারের পর এখন সবকিছু স্পষ্ট দেখেন রস টেলর। এবার মনের চোখ দিয়ে দেখতে পেলেন অন্য এক বাংলাদেশকে। তার মতে, নিউজিল্যান্ডে সফররত বাংলাদেশ এখন পরিণত একটা টেস্ট দলের মতো।

প্রথম টেস্টের তিনদিন শেষে বাংলাদেশের পারফরম্যান্স দেখে মুগ্ধ টেলর। সফরকারী দলকে ‘অসাধারণ’ বলেছেন তিনি। দেশের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট স্কোর, সাকিব আল হাসানের ২১৭ রানের রেকর্ড ইনিংস ও মুশফিকের সঙ্গে তার ৩৫৯ রানের রেকর্ড জুটিতে বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ নিউজিল্যান্ডের এ ব্যাটসম্যান।

বাংলাদেশকে অনেক অভিজ্ঞ একটি দল মনে হচ্ছে টেলরের, ‘আমার চোখে এটা অসাধারণ। আমার মনে হয় না বিদেশের মাটিতে অভিজ্ঞতা অর্জনের জন্য তারা যথেষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। তারা যদি আরও বেশি করে বিদেশে খেলে তাহলে আরও অনেক উন্নতি করবে।’

সীমিত ওভারের সিরিজে চোট নিয়ে ছিটকে পড়েছিলেন মুশফিকুর রহিম। টেস্টে ফিরেই খেললেন দেড়শতাধিক রানের একটি চমৎকার ইনিংস। টেলরের বিশ্বাস, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে মুশফিক থাকলে ফল ভিন্ন হতে পারত। সাবেক কিউই অধিনায়ক বলেছেন, ‘ফলাফল যা হয়েছে তার চেয়েও কাছাকাছি লড়াই হয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে। তারা মুশফিককে পায়নি। কিন্তু টেস্টে সে মিডল অর্ডারে নিজের সামর্থ্য দেখাল। দল তার উপর অনেক নির্ভরশীল। ওয়ানডে ও টি-টোয়েন্টির ম্যাচগুলোতে কিছু কিছু পরিস্থিতিতে সে ব্যাটিং করলে ভিন্ন গল্প হতে পারত।’

সাকিবের প্রশংসাও করতে ভুললেন না টেলর, ‘সাকিব বিশ্বমানের খেলোয়াড়ের মতো খেলেছে।’ আর বোলাররাও নজর কেড়েছে তার, ‘তরুণ স্পিনারটা (মেহেদী হাসান মিরাজ) ভালো করেছে। আজ (শনিবার) বোলিংয়ে প্রথমে তাকে প্রত্যাশা করিনি আমরা। এখানে এসেই বল করা সহজ নয়। বাংলাদেশ ক্রিকেটে ভালো কিছুর পূর্বলক্ষণ এগুলো। তাদের পেস বোলাররা এ কন্ডিশন উপভোগ করছে। তারা যত বেশি দেশের বাইরে খেলতে ততই এগিয়ে যাবে।’ সূত্র- স্টাফডটকম নিউজিল্যান্ড
/এফএইচএম/