আঙুলের চোটে দেরি হতে পারে মুশফিকের ফেরা

প্রথম টেস্টের পঞ্চম দিন একটি শর্ট বলে আহত হন মুশফিকএকাধিক চোটে পর্যবেক্ষণে রাখা হয়েছে মুশফিকুর রহিমকে। সর্বশেষ প্রথম টেস্টের পঞ্চম দিন একটি শর্ট বলে ঘাড়ের কাছাকাছি আঘাত পেয়ে অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়েন। এর আগে পেয়েছিলেন আঙুলে চোট। তবে দুই চোটের মধ্যে দলের ফিজিও ডিন কনওয়েকে ভাবাচ্ছে আঙুলের চোট। এ ইনজুরি থেকে সেরে উঠতে আরও বেশি সময় লাগবে জানান ইংল্যান্ডের এ সাবেক ফিজিও।

সাংবাদিকদের কনওয়ে বলেছেন, ‘তার আঙুলের চোট বেশি খারাপ। নতুন করে আঙুলে চিঁড় দেখা গেছে। এ চোট থেকে সেরে উঠতে তার আরও বেশি সময় লাগবে।’

জানা গেছে, ঘাড়ের চোটে গুরুতর কিছু ধরা না পড়লেও নিউজিল্যান্ডের স্থানীয় চিকিৎসকরা মুশফিককে অন্তত তিন সপ্তাহ মাঠে না নামতে পরামর্শ দিয়েছেন। কনওয়ের মুখ থেকেও শোনা গেল একই কথা, ‘এ ধরনের চোটে নিউজিল্যান্ডের চিকিৎসকরা তিন থেকে চার সপ্তাহ না খেলতে পরামর্শ দেন। ইংল্যান্ডে দুই থেকে তিন সপ্তাহ মাঠে না নামতে বলা হয়। আর সেই অনুযায়ী মাঠে ফিরতে তিন থেকে চার সপ্তাহ লাগতে পারে মুশফিকের।’

বাংলাদেশের টেস্ট অধিনায়কের মাঠের বাইরে ছিটকে যাওয়ার কোনও খবর অবশ্য আনুষ্ঠানিকভাবে আসেনি। তবে কনওয়ের ভাষ্যমতে মুশফিকের সফর শেষ হয়ে গেছে ওয়েলিংটন টেস্টেই। জানা গেছে, ক্রাইস্টচার্চে তিনি না খেললে উইকেটরক্ষক নুরুল হাসানের টেস্ট অভিষেক হতে পারে। সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/