সৌম্যের হাফসেঞ্চুরিতে উজ্জ্বল বাংলাদেশ

সৌম্য সরকারের একটি পুল শটটস হেরে ব্যাট করতে নেমে বড় বিপদের ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। তবে টেস্টে প্রথম ওপেনিং করতে নামা সৌম্য সরকার সেই বিপদ কাটিয়ে উঠেছেন সাকিব আল হাসানকে নিয়ে। ৩৮ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর দুজনের অর্ধশতাধিক রানের জুটিতে দলীয় শতকে পৌঁছেছে টাইগাররা। লাঞ্চে যাওয়ার আগে ২৭ ওভারে ২ উইকেট হারিয়ে তারা করেছে ১২৮ রান। সৌম্য তার ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি করেছেন। সৌম্য ৬৪ ও সাকিব ৩৯ রানে খেলছেন।
কিছু প্রাপ্তি নিউজিল্যান্ড থেকে নিয়ে দেশে ফেরার শেষ সুযোগ বাংলাদেশের সামনে।  এ লক্ষ্য নিয়ে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে তারা। কিন্তু শুরুতেই হোঁচট। দলের মাত্র ৭ রানে টিম সাউদির পেসে তামিম ইকবাল (৫) উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দেন। এরপর মাহমুদউল্লাহ (১৯) সাজঘরে ফিরেছেন বোল্টের বলে বিজে ওয়াটলিংকে ক্যাচ দিয়ে।

তবে সৌম্য ও সাকিবের জুটিতে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোরবোর্ডে শতাধিক রান এসেছে। ৫৪ বলে ৬ চারে ফিফটি করেন সৌম্য।

এদিন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহানের। দলে মোট পরিবর্তন চারটি। ইনজুরিতে ইমরুল কায়েস, মমিনুল হক ও মুশফিকুর রহিমের ছিটকে যাওয়া পর বাদ দেওয়া হয়ছে শুভাশীষ রায়কে। কিন্তু তার জায়গায় দলে ফিরেছেন রুবেল হোসেন।

/এফএইচএম/