ল্যাথামকে ফেরালেন তাসকিন

টম ল্যাথামবাধা হয়ে দাঁড়ানো টম ল্যাথামকে আউট করেছেন তাসকিন আহমেদ। বাংলাদেশি এই পেসারের বলে ল্যাথাম ধরা পড়েন উইকেটরক্ষক নুরুল হাসানের গ্ল্যাভসে। কিউই এই ওপেনার আউট হয়েছেন ৬৮ রান করে। তাকে হারিয়ে নিউজিল্যান্ডের স্কোর ৩ উইকেটে ১৫৩ রান।

বাংলাদেশের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ল্যাথাম-টেলর জুটি। হাফসেঞ্চুরি করেছেন তারা দুজনই। তাদের জুটিও পেরিয়ে গিয়েছিল শতকের ঘর। অবশেষে সেই জুটি ভাঙলেন তাসকিন।

মধ্যাহ্ন বিরতির পর প্রথমবারের মতো আক্রমণে আসেন সাকিব আল হাসান। একটি এলবিডাব্লিউয়ের আবেদনও করেছিলেন। যদিও সাড়া দেননি আম্পায়ার।

এর আগে দিনের ১৫তম ওভারে বল করতে এসে জোড়া উইকেট নেন ওয়েলিংটন টেস্টে ৩ উইকেট নেওয়া কামরুল ইসলাম রাব্বি। দিনের শুরু থেকে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত রুবেল, তাসকিন, মিরাজ সবাই ভালো বল করেছেন।

উল্লেখ্য শুক্রবার প্রথম ইনিংসে বাংলাদেশ টসে হেরে ব্যাট করতে নেমে ২৮৯ রানেই অলআউট হয়ে যায়। চোটের শিকার ইমরুলের জায়গায় দলে জায়গা পাওয়া সৌম্য সরকার সর্বোচ্চ ৮৬ রান করেন।

বাংলাদেশ দল যখন নিউজিল্যান্ড সফরের শেষ টেস্ট খেলছে, তখন চোটের কারণে দল থেকে ছিটকে পড়া টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম দেশের পথে বিমানে। তার সঙ্গী হয়েছেন চোটের শিকার আরেক ব্যাটসম্যান মমিনুল হক। দুজন শনিবার দুপুরে ক্রাইস্টচার্চ বিমানবন্দর ছাড়েন দেশের উদ্দেশে। দলের ম্যানেজার সাব্বির খান বিমানবন্দরে তাদেরকে বিদায় জানান। চোটের আরেক শিকার ইমরুল কায়েস রবিবার ফিরে যাবেন দেশ।

/কেআর/