‘অনিবন্ধিত সিম ১ মে ৩ ঘণ্টা বন্ধ থাকবে’

সিম নিবন্ধন

বায়োমেট্রিক (আঙুলের ছাপ) পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধনের সময় সীমা শেষ হচ্ছে ৩০ এপ্রিল। এ দিন রাত ১০টা পর্যন্ত সিম নিবন্ধন করা যাবে। এদিনও যেসব সিমের নিবন্ধন সম্পন্ন হবে না, ১ মে সেসব সিম ৩ ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, ১ মে থেকে অনিবন্ধিত সিম ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে। শনিবার রাত ১০টা পর্যন্ত সিম নিবন্ধন করা যাবে। এই সময়ের মধ্যেই অনিবন্ধিত সিমগুলো বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করতে হবে। তবে ১ মে ঠিক কোন সময়ে সিম বন্ধ রাখা হবে তা তিনি জানাননি।

জানা যায়, ১ মে পরবর্তী সময়ে সিম বন্ধ রাখার মেয়াদ বাড়বে। এই কৌশল মোবাইলফোন ব্যবহারকারীদের জন্য সতর্ক বার্তা হিসেবে দেখা হবে। এ সময়ের মধ্যে সিম নিবন্ধন করা না হলে তা একেবারে বন্ধ করে দেওয়া হবে।

তারানা হালিম আরও জানান, ৩০ এপ্রিল রাত ১০টা পর্যন্ত খুচরা সিম বিক্রেতাদের কাছে সিম নিবন্ধন করা যাবে। এজন্য ৫১৪টি এনআইডি কার্যালয় একই সময় পর্যন্ত খোলা থাকবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৭ কোটি ৩৩ লাখ সিমের নিবন্ধন সম্পন্ন হয়েছে। আর এক কোটির বেশি সিমের নিবন্ধন সম্পন্ন করা যায়নি গ্রাহকের আঙুলের ছাপ না মেলায়। দেশে মোবাইলফোন ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটিরও বেশি।

/এইচএএইচ/

আরও পড়তে পারেন: কম্পিউটারের গতি বাড়ানোর কিছু কৌশল