ছবি অনুবাদ করবে মাইক্রোসফট ট্রান্সলেটর

মাইক্রোসফটের ছবি অনুবাদক অ্যাপ

যেকোনও ছবি থেকে অনুবাদের কাজ করতে পারবে মাইক্রোসফট ট্রান্সলেটর। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য ছাড়া হয়েছে মাইক্রোসফট ট্রান্সলেটর। এই অ্যাপ্লিকেশনে ছবি থেকে অনুবাদের সুবিধা যোগ করা হয়েছে। মাইক্রোসফট ট্রান্সলেটরের এই অ্যাপটিতে মোট ৪৩টি ভাষায় অনুবাদের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। গত ফেব্রুয়ারি মাসে অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেমের জন্য মাইক্রোসফট ট্রান্সলেটরের অ্যাপ্লিকেশন ছাড়া হয়। তবে মাইক্রোসফটের নিজস্ব অপারেটিং সিস্টেম উইন্ডোজের প্ল্যাটফর্মে এটি চালু করা হয় ২০১০ সালে।

মাইক্রোসফটের পক্ষ থেকে এক ব্লগপোস্টে জানানো হয়েছে, অ্যান্ড্রয়েডের নতুন ইমেজ ট্রান্সলেশন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ছবি থেকেই অনুবাদের কাজটি করতে পারবেন। আলাদা করে আর টেক্সট লেখার প্রয়োজন পড়বে না। তবে যেকোনও ছবি থেকে অনুবাদের কাজটা করা যাবে না। শুধু স্মার্টফোনে থাকা ছবিগুলো থেকেই অনুবাদের কাজটি করতে পারবে মাইক্রোসফট ট্রান্সলেটর। অর্থাৎ আগে ছবিটি আপনার ফোনে তুলতে হবে সেখান থেকে নিয়েই এর ভাষা অনুবাদ করবে অ্যাপ্লিকেশনটি। বিভিন্ন ব্যানার, দিকনির্দেশক চিহ্ন বা খাবারের মেনু থেকে সহজেই ব্যবহারকারীর পছন্দের ভাষার অনুবাদ করতে পারবে মাইক্রোসফট ট্রান্সলেটর। তাই দেশের বাইরে কোথাও ঘুরতে গেলে প্রাথমিকভাবে ভাষার সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করবে মাইক্রোসফট ট্রান্সলেটর।

/এইচএএইচ/

আরও পড়তে পারেন:  বায়োমেট্রিক সিম নিবন্ধনে ‘কর’ বিষয়ক জটিলতার আশঙ্কা