মুখের কথা শুনেই কাজ করবে গুগল অ্যাসিস্ট্যান্ট

গুগল অ্যাসিস্ট্যান্ট

গুগল তার নতুন সেবা চালু করতে যাচ্ছে, নাম দিয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট। ভয়েস কমান্ডনির্ভর গুগল অ্যাসিস্ট্যান্ট মুখের নির্দেশেই কাজ করতে পারবে। কাজের বেলায় আপনার ব্যক্তিগত সহকারীর মতো কাজ করে যাবে গুগলের নতুন এই সেবা।

গুগলের দাবি, এ পর্যন্ত চালিত সব কণ্ঠভিত্তিক সেবার মধ্যে সবচেয়ে ভালো সেবা দেবে গুগলের এই নতুন ভয়েস ওভার সার্ভিস। এ খবর জানিয়েছে প্রযু্ক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।

গুগলের ডেভেলপার সম্মেলন গুগল আই/ও ২০১৬-তে গুগল অ্যাসিস্ট্যান্ট উদ্বোধন করার সময় গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই বলেন, মৌখিক নির্দেশ বোঝাপড়ার ব্যাপারে আমাদের গুগল অ্যাসিস্ট্যান্ট অন্য যেকোনও প্রচলিত ভয়েস অ্যাসিস্ট্যান্ট থেকে অনেক এগিয়ে। তিনি আরও বলেন, বর্তমানে গুগল সার্চের ২০ শতাংশ হয়ে থাকে ভয়েস সার্চের মাধ্যমে। উদ্বোধনের সময় পিচাই প্রথম গুগল অ্যাসিস্ট্যান্টের কাছে প্রশ্ন রাখেন, দ্য রেভেনেন্ট ছবিটি কে পরিচালনা করেছেন? গুগল অ্যাসিস্ট্যান্টের উত্তর ছিল, অ্যালেহান্দ্রো ইনারিতু।

গুগলের এই ভয়েস সার্ভিস ভার্চুয়াল সহযোগী হিসেবে আপনার মিটিংয়ের শিডিউল থেকে শুরু করে আবহাওয়া পূর্বাভাস ও ট্রাফিক আপডেট পর্যন্ত বলে যাবে। বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি অন্যান্য গুগল হার্ডওয়্যারও কন্ট্রোল করতে পারবে গুগল অ্যাসিস্ট্যান্ট। ম্যাশবলের তথ্যানুযায়ী এ বছরের শেষের দিকে সবার জন্য উন্মুক্ত করা হবে গুগল অ্যাসিস্ট্যান্ট।

/এইচএএইচ/

আরও পড়তে পারেন:  প্রতি ২০ মিনিটে স্মার্টফোন জেতার সুযোগ