নিজেদের আকর্ষণীয় মনে করে সেলফিপ্রেমীরা

সেলফিপ্রেমী

বর্তমানে সেলফিপ্রেমী অসংখ্য মানুষ রয়েছেন যারা প্রতিনিয়ত নানা কারণে সেলফি তোলেন। যারা এ কাজটি করেন তারা মনে করে তিনি বেশ আকর্ষণীয় এবং অন্যরা তাকে অনেক পছন্দ করে। সম্প্রতি এক গবেষণায় এ তথ্যই পাওয়া যায়।

গবেষণাটির নেতৃত্ব দেন কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ড্যানিয়েল রে। তিনি ১৯৮ জন শিক্ষার্থীর ওপর এ গবেষণা পরিচালনা করেন যাদের মধ্যে ১০০ জন নিয়মিত সেলফি তোলে।

সেখানে প্রথমে সবাইকে স্মার্টফোন দিয়ে একটি করে সেলফি তুলতে বলা হয়। এছাড়া ছিল অন্যজনের তোলা তাদের একটি করে ছবি। তারপর তাদেরকে জিজ্ঞেস করা হয়, এই দুটি ছবি থেকে কোন ছবিটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলে মানুষ বেশি পছন্দ করবে। তখন তাদের বেশিরভাগই উত্তর দেয়-সেলফি।

গবেষকরা এভাবেই আরও বেশ কিছু প্রশ্নের মাধ্যমে বের করেন, সেলফিপ্রেমীরা নিজেদের বেশ আকর্ষণীয় মনে করে এবং তারা এটাও মনে করে সেলফিতেই তাদের বেশি সুন্দর দেখায়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এইচএএইচ/

অারও পড়তে পারেন:  ফেসবুকে নতুন ফিচার 'ফেসবুক লাইভ ভিডিও ম্যাপ'