প্রতিমন্ত্রী আরও বলেন, সিম নিবন্ধনের সময় জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধন সংক্রান্ত সমস্যার জন্য ঢাকাসহ দেশের ৫১৪টি আঞ্চলিক নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করতে পারবে।
রবিবার সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলনে কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তারানা হালিম এসব কথা জানান। সম্মেলনে মোবাইল অপারেটর কোম্পানির শীর্ষ নির্বাহী কর্মকর্তা ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী জানান, ১ জুন থেকে অনিবন্ধিত সিম বন্ধ হয়ে যাবে। তবে দুই মাস পর আগস্ট থেকে যদি কেউ অনিবন্ধিত সিম পুনরায় নিতে চান, তাহলে বাজারে প্রচলিত সিমের দাম দিয়ে আগের সিমটি নিতে পারবেন। কোনও মোবাইল অপারেটর ১৮ মাস পর্যন্ত বন্ধ হয়ে যাওয়া অনিবন্ধিত সিম বিক্রি করতে পারবে না। প্রবাসীরাও এই ১৮ মাস সময়ের মধ্যে তাদের সিম নিবন্ধন করতে পারবেন।
আরও পড়ুন: ‘ডিজিটাল বাংলাদেশের কথা বললেও সরকার ইন্টারনেটের ওপর ভ্যাট বসিয়ে রেখেছে’
/এইচএএইচ/এসটি/ আপ-এপিএইচ