মহাকাশচারীদের সঙ্গে ভিডিও চ্যাট করবেন জাকারবার্গ

জাকারবার্গ

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানরত তিনজন মহাকাশচারীর সঙ্গে ফেসবুক লাইভ চ্যাট করবেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তিনি এসময় মহাকাশচারীদের কাছে বিভিন্ন প্রশ্ন করবেন। মূলত নাসার ফেসবুক পেজে দর্শকরা যেসব প্রশ্ন পোস্ট করছে তিনি সেগুলোই তাদেরকে জিজ্ঞেস করবেন।

নাসার দুজন মহাকাশচারী টিম কোপরা ও জেফ উইলিয়ামস এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির একজন মহাকাশচারী টিম পিক-এর সঙ্গে জাকারবার্গের কথা হবে। ফেসবুক লাইভ চ্যাটের স্থায়ীত্ব হবে ২০ মিনিট।

জুনের ১ তারিখে স্থানীয় সময় বেলা ১২টা ৫৫ মিনিটে ফেসবুক লাইভ ভিডিও কল শুরু হবে বলে জানিয়েছে নাসা কর্তৃপক্ষ। ইতোমধ্যে দর্শকরা নাসার পেজে বিভিন্ন ধরনের প্রশ্ন পোস্ট করা শুরু করেছেন। এরমধ্যে মজার একটি প্রশ্ন হলো- স্পেস স্টেশনে যে খাবার খাওয়া হয় তা সরবরাহ করে কে?

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এইচএএইচ/

আরও পড়তে পারেন: সিম নিবন্ধনে সব সমস্যার সমাধান ১৬১০৩ নম্বরে