তথ্যপ্রযুক্তি খাতে ৬২২ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব

বাজেট

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের জন্য ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে ১ হাজার ৮৩৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। গত অর্থ বছরে যা ছিল ১ হাজার ২১০ কোটি টাকা। সেই হিসেবে বরাদ্দ প্রস্তাব গত অর্থবছর থেকে ৬২২ কোটি টাকা বেশি। এই টাকা তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে ব্যয় করা হবে।

এদিকে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তথ্যপ্রযুক্তি খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে পরিকল্পনা মন্ত্রণালয় একটি বিশেষ পুস্তিকা প্রকাশ করেছে। সেই পুস্তিকায় দেখানো হয়েছে আগামী ৫ বছরে বার্ষিক উন্নয়ন কর্সসূচির (এডিপি বরাদ্দ) চিত্র। সেখানে ৫ বছরের পরিকল্পনায় ২০১৬ সালের জন্য (ফিসকেল ইয়ার) আইসিটি বিভাগের এডিপি বরাদ্দ ১০ দশমিক ৭, ২০১৭ সালের জন্য ১২ দশমিক ৯, ২০১৮ সালের জন্য ১৪ দশমিক ৫, ২০১৯ সালের জন্য ১৬ দশমিক ১ এবং ২০২০ সালের জন্য ১৮ দশমিক ১ বিলিয়ন টাকা। 

/এইচএএইচ/