শীর্ষ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান

শীর্ষ ৪ প্রতিষ্ঠান

প্রযুক্তি ছাড়া হালে জীবনযাপন একেবারেই অসম্ভব। কম্পিউটার, স্মার্টফোন, ইন্টারনেট, সফটওয়্যার অ্যাপ্লিকেশন ইত্যাদি সবকিছু পৃথিবীর বিলিয়ন বিলিয়ন মানুষের জীবনকে সহজ করে দিয়েছে। এছাড়া এগুলো মানুষের কর্মক্ষমতাকে বাড়িয়ে দিয়েছে বহুগুণে।

এসব নানা রকমের প্রযুক্তি মানুষের কাছে এসে পৌঁছায় বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে। আসুন দেখে নেওয়া যাক এরকম শীর্ষ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান-

গুগল

প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর ভিত্তি করে সর্বশেষ করা তালিকায় গুগল শীর্ষস্থানে রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির মূল্য ২ লাখ ২৯ হাজার ১৯৮ মিলিয়ন ডলার। ২০১৫ সালে এর অবস্থান ছিল দ্বিতীয়।

অ্যাপল

২০১৫ সালে প্রথম অবস্থানে থাকা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল ২০১৬ সালে দ্বিতীয় স্থানে নেমে এসেছে। বর্তমানে এর মূল্য ২ লাখ ২৮ হাজার ৪৬০ মিলিয়ন ডলার।

মাইক্রোসফট

মাইক্রোসফটের বর্তমান অবস্থান তৃতীয়। ২০১৫ সালেও প্রতিষ্ঠানটি একই অবস্থানে ছিল। এর বর্তমান মূল্য ১ লাখ ২১ হাজার ৮২৪ মিলিয়ন ডলার।

এটিঅ্যান্ডটি

এটিঅ্যান্ডটি ২০১৫ সালে ৬ নম্বর অবস্থানে ছিল। বর্তমানে এর অবস্থান চতুর্থ এবং এর বাজার মূল্য ১ লাখ ৭ হাজার ৩৮৭ মিলিয়ন ডলার।

ফেসবুক

এবারের তালিকায় ফেসবুকের চোখে পড়ার মতো উন্নতি হয়েছে। ২০১৫ সালে প্রতিষ্ঠানটির অবস্থান ছিল ১২। তবে বর্তমানে ফেসবুক পঞ্চম স্থানে রয়েছে। প্রতিষ্ঠানটির বর্তমান মূল্য ১ লাখ ২ হাজার ৫৫১ মার্কিন ডলার।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এইচএএইচ/