দিনে ৩০ কোটি মানুষ ইনস্টাগ্রামে থাকে

ইনস্টাগ্রাম

ফেসবুকের মালিকানাধীন ছবি প্রকাশ করার অ্যাপ ইনস্টাগ্রামের মাসিক ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটি ছাড়িয়ে গেছে। ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ মঙ্গলবার নিজের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমন তথ্যই জানান।

তিনি লেখেন, এখন প্রতি মাসে ৫০ কোটি এবং দিনে ৩০ কোটির বেশি মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করছেন। গত দুই বছরে ইনস্টাগ্রাম কমিউনিটি দ্বিগুণের বেশি বেড়েছে। এটা কেভিন সিসট্রোম ও মাইক ক্রিগারের দূরদর্শিতা।

২০১২ সালে ১০০ কোটি ডলারে ইনস্টাগ্রাম কিনে নেয় ফেসবুক। এরপর থেকে আলাদাভাবে ইনস্টাগ্রাম এগিয়ে গেলেও বিশ্লেষকরা মনে করেন ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যার ক্রমবর্ধমান হার বজায় রাখতেই ইনস্টাগ্রাম কেনার সিদ্ধান্ত নিয়েছিল মার্ক জাকারবার্গ।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ই-মার্কেটারের হিসাব অনুযায়ী, এ বছর ইনস্টাগ্রামের মোবাইল বিজ্ঞাপন আয় ১৫৩ কোটিতে গিয়ে দাঁড়াবে। গত বছরের তুলনায় যা ১৪৪ শতাংশ বেশি। ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের ৮০ শতাংশের বেশি যুক্তরাষ্ট্রের বাইরের হলেও বিজ্ঞাপনী আয়ের ৮৫ শতাংশ আসবে যুক্তরাষ্ট্র থেকেই।

ই-মার্কেটার আরও জানিয়েছে, চলতি বছরে ফেসবুকের মোট মোবাইল বিজ্ঞাপনের আয়ের ৮ দশমিক ৪ শতাংশ আসবে ইনস্টাগ্রাম থেকে এবং সংখ্যাটা ২০১৮ সাল নাগাদ ১৮ শতাংশে উন্নীত হবে।

/এইচএএইচ/