চলোতে এলো জাপানি বিনিয়োগ

চলো

দেশের বিকাশমান অন-ডিমান্ড কার সার্ভিস চলোতে যুক্ত হলো জাপানি বিনিয়োগ। সম্প্রতি জাপানের একটি বিজনেস গ্রুপ চলোতে বড় অংকের বিনিয়োগ করেছে। এই বিনিয়োগ চলোর সেবা, সেবার পরিধি (নতুন নতুন শহরে) বাড়াতে এবং নতুন প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের উন্নত সেবা দিতে সহায়তা করবে।

সম্প্রতি এই বিনিয়োগের বিষয়ে জাপানভিত্তিক একটি বিনিয়োগ গ্রুপ ও চলোর মধ্যে চুক্তি স্বাক্ষর হয়ছে এবং চুক্তির শর্ত মোতাবেক চলোতে জাপানি বিনিয়োগের একটি অংশ যুক্তও হয়েছে। এই বিনিয়োগ দেশের মাটিতে চলোর ব্র্যান্ডকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে এবং দেশীয় বিনিয়োগকারীদের ব্র্যান্ডটির প্রতি আস্থা তৈরি করতে সক্ষম হবে বলে মনে করছে চলো কর্তৃপক্ষ।

ক্লাইডি উ
চলো টেকনোলজিসের প্রধান নির্বাহী দেওয়ান শুভ বলেন, নতুন বিনিয়োগের ফলে চলো দেশের দুটি শহরে তাদের সেবা সম্প্রসারণ করবে। তিনি উল্লেখ করেন, শহর দুটি হতে পারে বন্দরনগরী চট্টগ্রাম ও পর্যটন শহর কক্সবাজার। তিনি বলেন, পর্যায়ক্রমে নতুন নতুন শহর আমরা আমাদের সেবার শহরের তালিকায় যুক্ত করব।
শুভ আরও বলেন, চলোতে প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে যোগ দিয়েছেন জাপানি নাগরিক ক্লাইডি উ। গত ১৫ জুন থেকে তিনি চলোর দায়িত্ব নিয়েছেন।
দেওয়ান শুভ বলেন, প্রতিটি সেবা ও শহরে আমাদের সেবা সম্প্রসারণের আগে আমরা গবেষণা করি। সেই গবেষণার ফলেই আমরা উন্নত সেবা দিতে পারি। নতুন বিনিয়োগের আগমন সেই গবেষণারই ফল।

/এইচএএইচ/