এখন অ্যান্ড্রয়েডেও প্রিজমা অ্যাপ

প্রিজমা এখন অ্যান্ড্রয়েডে

কয়েকদিন আগে ফেসবুকে হয়ে গেল প্রিজমা ঝড় । এখন অবশ্য সেই ঝড় অনেকটাই কমে গেছে। তারপরও কিছু কিছু ব্যবহারকারী প্রিজমা ছবি এখনও তাদের প্রোফাইলে পোস্ট করছেন।

প্রিজমা হলো একটি ফটো এডিটিং অ্যাপ। এই অ্যাপের সাহায্যে ছবিতে অনেকটা হ্যান্ড স্কেচ -এর ইফেক্ট আনা যায়। যে কারণে ব্যবহারকারীদের কাছে অ্যাপটি ব্যাপক জনপ্রিয়তা পায়।

প্রিজমা অ্যাপ প্রথম উন্মুক্ত করা হয় আইওএস অপারেটিং সিস্টেমের জন্য। ফলে এতদিন শুধু আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা প্রিজমা ছবি বেশি পোস্ট করেছেন। অন্যদিকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সেগুলো দেখে আক্ষেপ করেছেন। কোনও কোনও অ্যান্ড্রয়েড ব্যবহারকারী বন্ধুর কাছ থেকে ছবি এডিট করিয়ে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।

এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের আক্ষেপের দিন শেষ। কারণ প্রিজমা অ্যাপটি এখন থেকে সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীই ব্যবহার করতে পারবেন। গুগল প্লে-স্টোরে প্রিজমা অ্যাপটি পাওয়া যাবে।

প্রিজমা অ্যাপটি ইনস্টলের জন্য জায়গা লাগবে ৭ থেকে ১৫ দশমিক ৮ মেগাবাইট। এটা অ্যান্ড্রয়েড ৪ দশমিক ১ কিটক্যাট অপারেটিং সিস্টেম থেকে শুরু করে -এর পরের সব ভার্সনে ব্যবহার করা যাবে।

ফ্রন্ট কিংবা ব্যাক ক্যামেরায় তোলা যেকোনও ছবি এই অ্যাপের সাহায্যে এডিট করা যাবে। এতে রয়েছে ৩৬টি ফিল্টার। সেগুলোও থেকে ব্যবহারকারী যেকোনওটি পছন্দ করে ব্যবহার করতে পারবেন।

সূত্র:টাইমস অব ইন্ডিয়া

/এইচএএইচ/